Redmi Note 12 সিরিজ আসতে পারে Redmi Note 11T নামে, শীঘ্রই লঞ্চ হচ্ছে
Xiaomi চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল Redmi Note 11 সিরিজ। তবে মনে হচ্ছে আমরা শীঘ্রই Redmi Note 12 সিরিজের উপর থেকেও পর্দা সরতে দেখবে। এমনটা বলার কারণ, Redmi ব্র্যান্ডের সিইও লু ওয়েইবিং (Lu Weibing) সম্প্রতি ওয়েইবো (Weibo) -তে একটি টিজার শেয়ার করেছেন। যেখানে চীনের মার্কেটে ১২তম প্রজন্মের Redmi Note সিরিজ লঞ্চ করার ইঙ্গিত দিয়েছে সংস্থাটির প্রধান। একই সাথে Xiaomi অধীনস্ত সংস্থাটি প্রতিশ্রুতি দিয়েছে যে, Redmi Note 11 সিরিজের তুলনায় আসন্ন Redmi Note 12 সিরিজ আরো উৎকর্ষমানের পারফরম্যান্স অফার করবে।
Redmi Note 12 সিরিজ লঞ্চের ইঙ্গিত
চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo) -তে শেয়ার করা পোস্টে লু ওয়েইবিং আরও উল্লেখ করেছেন যে, "২০২১ সাল থেকে, রেডমি বছরে দুটি নোট সিরিজের ফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিল"। এই মন্তব্য, 'নেক্সট-জেনারেশন' নোট সিরিজের আগমনকে নিশ্চিত করে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ঘোষণা অনুযায়ী সংস্থাটি গত বছরের প্রথমার্ধে (H1) "পারফরম্যান্স পাওয়ারহাউস" Redmi Note 10 সিরিজ লঞ্চ করেছিল এবং শেষার্ধে (H2) নিয়ে এসেছিলো "ফ্যাশনেবল এবং ক্যামেরা-ফোকাসড” Redmi Note 11 সিরিজ। অতএব, রেডমি এই একই কৌশল ব্যবহার করে ২০২২ সালের প্রথমার্ধে হয়তো একটি "পারফরম্যান্স-ফোকাসড" Redmi Note 12 সিরিজ লঞ্চ করবে। আর বছরের শেষ-প্রান্তে গিয়ে "ফ্যাশনেবল" Redmi Note 13 সিরিজকে আমরা আত্মপ্রকাশ করতে দেখতে পারি।
প্রসঙ্গত, রেডমি-ভক্ত এবং ব্যবহারকারীরা, আসন্ন ডিভাইসগুলির নাম জানতে চেয়েছিলেন এই পোস্টে। যার প্রত্যুত্তরে রেডমি সিইও তার পোস্টের শেষে, পরবর্তী "Redmi Note" সিরিজের নাম প্রস্তাব করার পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে ইউজারদের তরফ থেকে পরবর্তী রেডমি নোট সিরিজের জন্য - “Redmi Note 12”, “Redmi Note 11T”, “Redmi Note 12X”, এবং “Redmi Note 12T” নাম প্রস্তাবনা করা হয়েছে।
যারপর শাওমি এবং সাব-ব্র্যান্ড রেডমি, তাদের পরবর্তী রেডমি নোট সিরিজের জন্য কোন নাম চয়ন করছে তা শীঘ্রই ঘোষণা করবে বলে জানিয়েছে। এই হঠকারিতার কারণ, সংস্থাটি ২০২২ সালের মে বা জুন মাসেই আপকামিং রেডমি নোট ১২ সিরিজের ফোন ঘোষণা করতে পারে, বলে মনে করা হচ্ছে।