সারা বছরের রিচার্জ করবেন? Jio, Airtel এবং Vi-এর এই ১০টি প্ল্যান হতে পারে সেরা বিকল্প

By :  techgup
Update: 2022-08-22 13:39 GMT

ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানিগুলি নিজেদের পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড প্ল্যান মজুত রেখেছে। আবার গ্রাহকদের এক রিচার্জে সারা বছরের জন্য নিশ্চিন্ত থাকতে Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল), এবং Vodafone Idea বা Vi (ভোডাফোন আইডিয়া বা ভিআই) সাশ্রয়ী মূল্যের বিকল্প ছাড়াও বার্ষিক ভ্যালিডিটিসহ উপলব্ধ অপেক্ষাকৃত উচ্চমূল্যের বেশ কয়েকটি প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই ধরনের প্ল্যানগুলি বেছে নিলে একাধিক লাভজনক সুবিধার পাশাপাশি বারবার রিচার্জ করার ঝামেলা থেকেও রেহাই মেলে। তাই দাম খানিকটা বেশি হলেও অনেকেই দীর্ঘমেয়াদী ভ্যালিডিটিসম্পন্ন প্ল্যান রিচার্জ করতে পছন্দ করেন। সেক্ষেত্রে আপনিও যদি এই দলের অন্তর্ভুক্ত হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কারণ, আমরা আজ দেশের তিনটি শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম অপারেটরের (সবমিলিয়ে) সেরা ৮টি দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যানের সম্পর্কে আলোচনা করব।

Reliance Jio

১. Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যান: এই জিও প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন। এটি রিচার্জ করলে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা মোট ৯১২.৫ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে এক বছরের জন্য Disney+ Hotstar Mobile-এর সাবস্ক্রিপশনের পাশাপাশি JioCinema, JioTV, JioSecurity, এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহার করার ছাড়পত্র পাবেন ইউজাররা।

২. Jio-র ২,৮৭৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি করে ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই প্ল্যানটির মারফত মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। এছাড়া, অতিরিক্ত বেনিফিট হিসেবে এতে JioCinema, JioTV, JioSecurity, এবং JioCloud-এর কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

৩. Jio-র ২,৫৪৫ টাকার প্ল্যান: এই জিও প্ল্যানে ৩৩৬ দিনের মেয়াদে রোজ ১.৫ জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ৫০৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। সেইসাথে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগও রয়েছে। তদুপরি ইউজাররা JioTV, JioSecurity, JioCinema এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।

Bharti Airtel

৪. Airtel-এর ৩,৩৫৯ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং দৈনিক ২.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যানে রয়েছে ১ বছরের জন্য Disney+ Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, ফ্রি Hello Tunes, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

৫. Airtel-এর ২,৯৯৯ টাকার প্ল্যান: এতে ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০টি এসএমএসসহ প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়। উপরন্তু, এর সাথে Wynk Music-এর অ্যাক্সেসের পাশাপাশি Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, ফ্রি Hello Tunes এবং FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাকের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

৬. Airtel-এর ১,৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, ২৪ জিবি ডেটা ও ৩,৬০০টি এসএমএসের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এতে, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes এবং Wynk Music-এর অ্যাক্সেসের সুবিধাও পাওয়া যাবে।

Vodafone Idea/Vi

৭. Vodafone Idea-র ২,৮৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে উইকএন্ড ডেটা রোলওভার (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা ব্যবহার করা যাবে শনিবার এবং রবিবার), ডেটা ডিলাইটস (প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ), বিঞ্জ অল নাইট ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা) এবং Vi Movies & TV-এর অ্যাক্সেস মিলবে।

৮. Vodafone Idea-র ১,৭৯৯ টাকার প্ল্যান: এটি রিচার্জ করলে ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৩,৬০০টি এসএমএস, এবং মোট ২৪ জিবি ডেটা খরচের সুযোগ রয়েছে। তবে একইসাথে এই প্ল্যানে Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস পাবেন ব্যবহারকারীরা।

Tags:    

Similar News