কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রের চেহারা বদল দেবে Jio-র কোম্পানি, লঞ্চ করল ড্রোন অপারেশন প্ল্যাটফর্ম

By :  SUPARNA
Update: 2022-03-24 04:59 GMT

মোবাইল পরিষেবা ও ওয়্যারলেস ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্কের পাশাপাশি এবার ড্রোন কেন্দ্রিক পরিষেবা দিতে তৎপর রিলায়েন্স (Reliance)। আজ্ঞে হ্যাঁ ! জিও প্ল্যাটফর্ম লিমিটেডের (Jio Platforms Limited) সাবসিডিয়ারি বা সহযোগী সংস্থা 'অ্যাস্টেরিয়া এয়ারোস্পেস' (Asteria Aerospace), সম্প্রতি ভারতে 'স্কাইডেক' (SkyDeck) নামের একটি ড্রোন অপারেশন প্ল্যাটফর্ম চালু করেছে। এটি হল একটি ক্লাউড-ভিত্তিক সফ্টওয়্যার প্ল্যাটফর্ম, যা বিভিন্ন প্রকারের শিল্পজাত ক্ষেত্রে ড্রোন-এস-এ-সার্ভিস (DaaS) সমাধান প্রদান করবে। যেমন, কৃষি (Agriculture), সার্ভে (Survey), ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশন (Industrial Inspection) এবং নজরদারি ও নিরাপত্তা (Surveillance and Security) -এর সাথে জড়িত 'ইনডাস্ট্রিয়াল' সেক্টরগুলির জন্য এন্ড-টু-এন্ড ড্রোন সলিউশন সরবরাহ করবে স্কাইডেক।

উল্লেখ্য, স্কাইডেক হল এমন একটি সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম, যা ড্রোন অন্তর্গত ফ্লাইটের বিভিন্ন মাত্রা এবং তার সাথে জড়িত সংশ্লিষ্ট ডেটা রেকর্ডকে একটি ইউনিফাইড ড্যাশবোর্ডে প্রদর্শন করে। এছাড়া, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ড্রোন ফ্লিট ম্যানেজমেন্ট, ড্রোন শিডিউলিং এবং এগজিকিউশন ড্রোন ফ্লাইট, ডেটা প্রসেসিং এবং ভিজ্যুয়ালাইজেশন করা সম্ভব হবে। পাশাপাশি, বায়বীয় বা এরিয়াল ডেটা সংগ্রহ করে তার 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি' (AI) ভিত্তিক বিশ্লেষণ বা অ্যানালিসিস প্রদান করতেও সক্ষম এই ড্রোন অপারেশন প্ল্যাটফর্মটি। স্কাইডেকের ফিচার সম্পর্কিত বিশদ তথ্য দিতে গিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, "প্ল্যাটফর্মটি পরিচালনার বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা রাখবে এবং স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে। এছাড়াও দাবি করা হয়েছে যে, "নানাবিধ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ড্রোন প্রোগ্রাম স্কেলিং করার জন্য নিরাপদ এবং সেন্ট্রালাইসড ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে" স্কাইডেক।

এই বিষয়ে অ্যাস্টেরিয়া এয়ারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নীল মেহেতা মন্তব্য করেছেন যে, "স্কাইডেক লঞ্চ করার সাথে, আমরা বর্তমান সময়ের প্রয়োজনকে, ইন্টিগ্রেটেড ড্রোন হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং অপারেশন সলিউশনের মাধ্যমে মেটানোর চেষ্টা করছি।" একই সাথে, স্কাইডেক, "এরিয়াল ডেটা তৈরী করার ক্ষেত্রে ড্রোনের ব্যবহার আরো সহজসাধ্য করেবে এবং সাধারণ ডিজিটাল ডেটাকে বিজনেস ইনসাইটে পরিবর্তন করার কাজ করবে" বলেও জানিয়েছে মেহেতা মহাশয়।

প্রসঙ্গত, ২০২২-২৩ ইউনিয়ন বাজেট চলাকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কৃষকদের সাহায্যার্থে 'কিষান ড্রোন' প্রচার করার ঘোষণা করেছিল। এবং সেই উদ্দেশ্যেই তৎকালীন সময়ে 'ড্রোন শক্তি' (Drone Shakti) নামের একটি প্রকল্প চালু করা হয়। এক্ষেত্রে, সরকার কর্তৃক ড্রোন পরিচালনা সংক্রান্ত নিয়মাবলীর সরলীকরণ এবং DaaS -এর প্রচারের কারণে এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর জুড়ে ড্রোনের চাহিদা বর্ধনশীল, এমনটাই মনে করছেন উক্ত ড্রোন প্রস্তুতকারক এবং সলিউশন প্রদানকারী সংস্থাটি কর্মকর্তার নীল মেহেতা।

স্কাইডেকের এন্ড-টু-এন্ড সলিউশন, কৃষি বা এগ্রিকালচার সেক্টরের ল্যান্ডস্কেপ সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে। কেননা, এই ড্রোন প্ল্যাটফর্মটি কৃষি-ক্ষেত্রে ডেটা ও ইনসাইট প্রদান করে, যা ফসলের উপসর্গ পরিমাপ করতে, স্বাস্থ্যের মূল্যায়ন করতে, পোকামাকড়, সার, জল ইত্যাদি নিরীক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে। আবার, নির্মাণকার্য (construction) এবং খনি শিল্পের (mining industries) ক্ষেত্রে, প্ল্যাটফর্মটি, প্রোগ্রেস মনিটরিং এবং ইনভেন্টরি রেকর্ড বজায় রাখার জন্য ড্রোন-ভিত্তিক এরিয়াল ডেটা ব্যবহার করে সাইট জরিপ পরিচালনা করে। তেল (oil), গ্যাস (gas), টেলিকম, (telecom) এবং পাওয়ার অ্যান্ড ইউটিলিটিস (power and utilities) -এর মতো গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের ক্ষেত্রে, স্কাইডেক - প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, হুমকি সনাক্তকরণ এবং পরিবর্তন রেকর্ড করার উদ্দেশ্যে সম্পদ ডিজিটাইজ এবং পরিদর্শন করতে ড্রোনের শক্তি ব্যবহার করবে। এছাড়াও জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি স্কিম ও প্রকল্পগুলির বাস্তবায়নেও সাহায্য করবে স্কাইডেক।

Tags:    

Similar News