শীঘ্রই চালু হবে Jio-র নতুন JioAirFiber সার্ভিস, কী সুবিধা পাবেন ইউজাররা?
বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের সকলের জীবনেরই মৌলিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটার, মোবাইল কিংবা ট্যাবলেট – যেকোনো ডিভাইসে নানাবিধ জরুরী কাজ করা কিংবা অবসর সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে আনাগোনা করার জন্য প্রয়োজন হয় হাই-স্পিড নেট কানেকশন। এমত পরিস্থিতিতে অধিকাংশ মানুষেরই প্রথম পছন্দ হল তারযুক্ত ফাইবার ইন্টারনেট সংযোগ। কিন্তু এবার সেই ধারণাই আমূল বদলে দিতে চান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। এই কারণে গতকালের ইভেন্টে তাঁর সংস্থা JioAirFiber (জিওএয়ারফাইবার)-এর ঘোষণা করেছে যা খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছেন। সুবিধা বলতে, এর সাহায্যে মূলত কোনো তার ছাড়াই দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস পেতে সক্ষম হবেন ইউজাররা। তাহলে চলুন, Jio-র এই নয়া আবিষ্কারটির সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।
JioAirFiber কী?
বর্তমানে প্রায় গোটা দেশের মানুষই ৫জি (5G) নেটওয়ার্ক ব্যবহারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। সেক্ষেত্রে আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই এই 'রকেটের' গতির নেট সার্ভিস সকলের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু এর মধ্যেই সম্প্রতি আয়োজিত আরআইএল (RIL)-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (AGM) আম্বানির জিওএয়ারফাইবার লঞ্চের ঘোষণায় গ্রাহকমহলে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে, সদ্য ঘোষিত জিওএয়ারফাইবার একটি সিঙ্গেল ডিভাইস। এর সাহায্যে যেকোনো বাড়ি বা অফিসে দ্রুত গতির ইন্টারনেট এবং ওয়াই-ফাই হটস্পটের সুবিধা পেতে সক্ষম হবেন গ্রাহকরা। ফলে কোনো জরুরী কাজ করা কিংবা আরামসে আইপিএল ম্যাচ দেখা, সমস্ত কিছুই একদম সাবলীলভাবে করতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়্যারলেস পোর্টেবল ডিভাইস JioAirFiber হাই-স্পিড নেট সরবরাহ করবে
সবচেয়ে বড়ো কথা হল, তারবিহীন বা ওয়্যারলেস পোর্টেবল ডিভাইস হওয়ায় জিওএয়ারফাইবার ইন্সটল করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না; ফলে ইউজাররা খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারবেন। এই প্রসঙ্গে এজিএমে রিলায়েন্স জিওর চেয়ারপার্সন আকাশ আম্বানি জানিয়েছেন যে, জিওএয়ারফাইবারের মাধ্যমে ৫জি কানেক্টিভিটি আরও বাড়াতে চায় জিও। খুব সহজেই ব্যবহারযোগ্য এই ডিভাইসটি ইউজারদের বাড়ি বা অফিসে হাই গিগাবাইট স্পিডে ইন্টারনেট সরবরাহ করবে। যার ফলে খুব অল্প সময়েই দেশের লক্ষ লক্ষ বাড়িতে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিতে পারবে জিও। এমনকি সংস্থার দাবি, এই জিওএয়ারফাইবারের মাধ্যমে ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে বিশ্বের সেরা ১০টি দেশের তালিকায় স্থান করে নিতে সক্ষম হবে ভারত। তবে, এর দাম এবং কার্যকারিতা সম্পর্কে বিশদে কোনো তথ্য এখনও কোম্পানির তরফে জানানো হয়নি।
খুব শীঘ্রই গোটা দেশজুড়ে চালু হবে Jio-র 5G পরিষেবা
এর পাশাপাশি RIL-এর ৪৫তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ক্লাউড পিসি (Cloud PC)-ও লঞ্চ করেছে Jio। এই পাতলা ডিভাইসটিকে কোম্পানির পক্ষ থেকে ভার্চুয়াল পিসি নাম দেওয়া হয়েছে। এছাড়া, 5G ইন্টারনেটের জন্য অপেক্ষারত সকল ভারতবাসীকে একটি বড়োসড়ো সুখবরও দিয়েছে কোম্পানিটি। এক্ষেত্রে সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছেন যে, চলতি বছরে দীপাবলির মধ্যেই দেশে Jio-র 5G পরিষেবা শুরু হয়ে যাবে। সর্বপ্রথম কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মত মেট্রো শহরগুলিতে এই সার্ভিস চালু হবে এবং তারপর ধীরে ধীরে সারা দেশের মানুষই এই দ্রুত গতির নেট ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। সেইসাথে তিনি একথাও বলেছেন যে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই গোটা দেশের মানুষের হাতের মুঠোয় পৌঁছে যাবে Jio-র 5G ইন্টারনেট পরিষেবা।