Jio 2879 2999: সারাবছর আনলিমিটেড কল সহ ৯১২ জিবি পর্যন্ত ডেটা, জিও-র এই দুই প্ল্যান দেখে নিন

By :  techgup
Update: 2022-03-18 07:00 GMT

রোজকার দৈনন্দিন জীবনে নানাবিধ কাজের জন্য এখন ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। অবসর সময়ে ওটিটি প্ল্যাটফর্মে আনাগোনা করার পাশাপাশি স্মার্টফোনে কয়েকটা টাচের মাধ্যমে বিভিন্ন জরুরি কাজ করতে এখন প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হয়। ফলে যে রিচার্জ প্ল্যানে যত বেশি ডেটা পাওয়া যাবে, সেটিই ইউজারদের কাছে প্রথম পছন্দ তথা সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠে। আর প্রচুর পরিমাণে ডেটার পাশাপাশি অনেকেই এখন এমন কোনো প্ল্যানের সন্ধান করেন যা বেশ খানিকটা দীর্ঘমেয়াদী হবে, যাতে বারংবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।

সেক্ষেত্রে আপনি যদি দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio)-র গ্রাহক হন, এবং সংস্থার এমন কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন যাতে দৈনিক অনেকটা ডেটার পাশাপাশি দীর্ঘসময়ের ভ্যালিডিটি মিলবে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ এখানে আমরা জিও-র এমন দুটি প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি যাতে প্রতিদিন ২ জিবি/২.৫ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটার পাশাপাশি এক বছরের মেয়াদ মিলবে। তাহলে চলুন, প্ল্যান দুটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Reliance Jio-র ২৮৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই জিও প্ল্যানটির দাম ২৮৭৯ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা সহ যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, এবং রোজ ১০০ টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হয়েছে। প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে নেট স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে JioTv, JioCinema সহ অন্যান্য জিও অ্যাপের কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।

Jio-র ২৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

২৯৯৯ টাকার এই জিও প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস সহ দৈনিক ২.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, এই প্ল্যানটি ব্যবহারকারীদের মোট ৯১২.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ দেয়। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে JioTv, JioCinema সহ অন্যান্য জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করার ছাড়পত্র পাবেন ইউজাররা।

Tags:    

Similar News