Reliance Jio ছাড়তে চাইছেন না গ্রাহকরা, ফুলেফেঁপে উঠছে মুকেশ আম্বানির টেলিকম ব্যবসা

By :  SUPARNAMAN
Update: 2022-07-27 09:09 GMT

সদ্য প্রকাশিত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বা RIL) -এর বার্ষিক অর্থনৈতিক ফলাফল। এই ফলাফলে ২০২৩ অর্থবর্ষের ১ম কোয়ার্টারে RIL -এর অধীনস্থ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) -র ভালো পারফরম্যান্সের বিষয়টি সকলেরই নজর কেড়েছে। দেখা গেছে, ঠিক পূর্ববর্তী কোয়ার্টারের (Q4, FY22) তুলনায় বর্তমান ২০২৩ অর্থবর্ষের ১ম প্রান্তিকে (Q1, FY23) Reliance Jio মুনাফা বাড়িয়েছে প্রায় ৪.৭ শতাংশ, যা বেশ প্রশংসনীয় ফলাফল। এর জন্য আমরা অনেকগুলি কারণকেই দায়ী করতে পারি। বিশেষ করে, ব্যাপক সংখ্যক নতুন গ্রাহকের অন্তর্ভুক্তি তথা গ্রাহক পিছু গড় আয় (ARPU) বৃদ্ধির ফলেই Reliance Jio -র সামগ্রিক মুনাফাবৃদ্ধি সম্ভব হয়েছে। উল্লেখ্য, ২০২৩ অর্থবর্ষের ১ম কোয়ার্টার শেষে জিও'র গ্রাহক পিছু গড় আয় সম্প্রতি ১৭৬.৭ টাকায় এসে দাঁড়িয়েছে, যা আগের প্রান্তিকে ছিল ১৬৭.৬ টাকা।

কমলো সাবস্ক্রাইবার বা গ্রাহক ক্ষয়ের হার, মুনাফা বৃদ্ধির দৌড়ে তরতরিয়ে এগোচ্ছে Jio

২০২৩ অর্থবর্ষের ১ম কোয়ার্টারে রিলায়েন্স জিও'র পক্ষে সর্বাপেক্ষা ইতিবাচক সংবাদ পূর্বের তুলনায় তাদের সাবস্ক্রাইবার ক্ষয়ের হার অনেকখানি হ্রাস পাওয়া। ঠিক আগের প্রান্তিকে জিও'র সাবস্ক্রাইবার হার যেখানে ছিল ৩.৭ শতাংশ, আলোচ্য অর্থবর্ষের ১ম প্রান্তিকে তা ২ শতাংশে নেমে এসেছে। এর ফলে কোম্পানির সক্রিয় গ্রাহক ভিত্তি অনেকখানি উন্নত হয়েছে। তাছাড়া নিষ্ক্রিয় সাবস্ক্রাইবারদের থেকে রেহাই মেলার ফলে জিও'র এআরপিইউ (ARPU) স্তরেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে যা আমরা পূর্বেই উল্লেখ করেছি।

এদিকে বাজার সমীক্ষাকারী সংস্থা হিসেবে পরিচিত আইসিআইসিআই সিকিউরিটিস (ICICI Securities) জানিয়েছে, আলোচ্য সময়পর্বে Jio'র সাবস্ক্রাইবার বৃদ্ধির ক্ষেত্রে স্মার্টফোন (JioPhone Next) বিক্রি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। উপরন্তু জিও'র এফটিটিএইচ (FTTH) বা ফাইবার টু দ্য হোম ব্যবসাও এই সময় বেশ জমে উঠেছে, যার ফলে উন্নত হয়েছে Jio'র গ্রাহক ভিত্তি।

সর্বোপরি, রিচার্জ ট্যারিফের দাম বাড়ানোর ফলেও মুকেশ আম্বানি চালিত এই টেলকো যথেষ্ট লাভবান হয়েছে। বর্তমান অর্থবর্ষের শুরুতে টেলকোর বাড়তি মুনাফা হাসিলের পেছনে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে। এখন আগামীতে সংস্থাটি (Jio) এহেন ভালো ফলাফলের দৃষ্টান্ত ধরে রাখতে কতটা সফল হয়, সেদিকে সকলের নজর থাকবে।

Tags:    

Similar News