Reliance Jio-র বড় ঘোষণা, গ্রীণ এনার্জির উৎপাদন বাড়াতে তৈরী হচ্ছে নতুন গিগা ফ্যাক্টরি

By :  SUPARNAMAN
Update: 2022-08-31 06:43 GMT

শীঘ্রই ধীরুভাই আম্বানি গ্রীণ এনার্জি গিগা কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে দেশে পাওয়ার ইলেকট্রনিক্সের জন্য নতুন গিগা ফ্যাক্টরি স্থাপন করতে চলেছে, রিলায়েন্স জিও (Reliance Jio)। সদ্যই কোম্পানির তরফ থেকে একথা ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এটি দেশে সংস্থাটির পঞ্চম গিগা ফ্যাক্টরি হতে চলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গতবছর সংস্থার বার্ষিক সাধারণ সভায় (AGM) মুকেশ আম্বানি গুজরাতের জামনগরে ধীরুভাই আম্বানি গ্রীণ এনার্জি গিগা কমপ্লেক্স স্থাপনের কথা জনসমক্ষে আনেন। প্রধানত পুনর্নবীকরণযোগ্য এবং অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যেই, Reliance কর্ণধার সেসময় উক্ত কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করেন।

উল্লেখ্য, গতবছর রিলায়েন্স চেয়ারম্যান যে চারটি গিগা ফ্যাক্টরি স্থাপনের সংকল্প ব্যক্ত করেন সেগুলি যথাক্রমে ফটোভোলটেইক প্যানেল (সৌর প্যানেল), এনার্জি স্টোরেজ, গ্রীণ হাইড্রোজেন ও সর্বোপরি ফুয়েল সেল সিস্টেম উৎপাদন করবে। আসন্ন সময়পর্বে এর ধারাবাহিকতাতেই রিলায়েন্স পাওয়ার ইলেকট্রনিক্সের গিগা ফ্যাক্টরি তৈরি করতে চলেছে, যা দেশে গ্রীণ এনার্জি উৎপাদনের ধারাকে অব্যাহত রাখবে।

দেশে গ্রীণ এনার্জির যোগান অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে পাওয়ার ইলেকট্রনিক্স উৎপাদনে নয়া জোয়ার আনতে চায় Reliance

আসলে রিলায়েন্স কর্ণধারের মতে আগামী দিনগুলিতে ভারতে গ্রীণ এনার্জির যোগান অব্যাহত রাখতে ক্রয়যোগ্য ও ভরসাজনক পাওয়ার ইলেকট্রনিক্সের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এজন্য তারা আইওটি (IoT), টেলিযোগাযোগ ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে উপলব্ধ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে পাওয়ার ইলেকট্রনিক্স উৎপাদনে জোয়ার আনতে চান বলে, মুকেশ আম্বানি জানিয়েছেন। তার দাবি, এই উদ্দেশ্যে তার সংস্থা বিশ্বের বিভিন্ন অগ্রণী কোম্পানিদের সঙ্গে জোট বাঁধতে তৈরি।

লক্ষ্য ২০৩০ সালের মধ্যে অন্ততপক্ষে ১০০ গিগাওয়াট (GW) সৌরশক্তি উৎপাদন

একইসাথে রিলায়েন্স চেয়ারম্যান একথাও উল্লেখ করেন যে ২০৩০ সালের মধ্যে তারা ন্যূনতম ১০০ গিগাওয়াট (GW) সৌরশক্তি উৎপাদনে সক্ষম হয়ে উঠতে চান। তাছাড়া আপাতত তারা জৈব শক্তি, বায়ুশক্তি সহ বিভিন্ন ধরনের অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রেও অগ্রগতি লাভে মরিয়া বলে রিলায়েন্স (Reliance) কর্ণধার জানিয়েছেন।

Tags:    

Similar News