শুধু Amazon-Flipkart নয়, প্রজাতন্ত্র দিবসে Sale দেবে এইসব সংস্থাও, কী কী সস্তায় পাবেন?
নতুন বছর ২০২৪ শুরু হয়েছে আজ এক সপ্তাহেরও বেশি সময় হল, আর ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মাত্র কয়েকদিন বাকি। এই উপলক্ষে ইতিমধ্যেই জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি বছরের প্রথম বড় সেল দেওয়ার কথা ঘোষণা করেছে৷ আগামী সপ্তাহ থেকে Flipkart ও Amazon India-য় বিশেষ বিক্রয়পর্ব শুরু হবে। তবে শুধু এই দুটি প্রধান ই-কমার্স প্ল্যাটফর্মই নয়, বরঞ্চ এদেশের মানুষ প্রজাতন্ত্র দিবসে Tata Cliq, Myntra এবং Jio Mart-এর মতো আরও অনেক অনলাইন চ্যানেল থেকে সস্তায় কেনাকাটা করার সুবিধা পাবেন। এই সমস্ত প্ল্যাটফর্মই তাদের Republic Day Sale-এর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত – যেখানে স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে গ্রোসারি, ফ্যাশন, কসমেটিকস ইত্যাদি বিশাল ছাড়ে মিলবে। আসুন, এখন দেখে নিই কোন অনলাইন শপিং প্ল্যাটফর্মে কবে থেকে সেল শুরু হবে আর এগুলি কেমন কী অফার দেবে।
কোন অনলাইন ওয়েবসাইটে কবে Sale শুরু হচ্ছে?
- আগামী ১৪ তারিখ থেকে 'ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল' (Flipkart Republic Day Sale) শুরু হবে, যা চলবে ১৯শে জানুয়ারি পর্যন্ত। যদিও প্লাস মেম্বাররা একদিন আগে অফারের অ্যাক্সেস পাবেন। প্ল্যাটফর্মটির টিজার অনুযায়ী, সেলে স্মার্টফোন, টিভি, ল্যাপটপ এবং আরও অনেক জিনিসপত্রের উপর ডিসকাউন্ট দেওয়া হবে।
- আমাজনের রিপাবলিক ডে সেল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, জল্পনা চলছে ফ্লিপকার্টের সেলের সাথে অর্থাৎ ১৪ই জানুয়ারিই এই বিক্রয়পর্ব লাইভ হবে।
- দেশের আরেকটি ই-কমার্স কোম্পানি টাটা ক্লিক, আগামী ২০শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি সময়ে তার 'ইন্ডিয়াস গট স্টাইল সেল' (India's Got Style Sale) দেবে, যেখানে আপনি হেডফোন এবং অন্যান্য গ্যাজেটগুলিতে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। যেমন স্মার্টওয়াচের উপর ৮০ শতাংশ এবং স্পিকারে ৬৫ শতাংশ ছাড় দেবে সংস্থাটি।
- পরিচিত ফ্যাশন সাইট মিন্ত্রা, আগামী ১২ই জানুয়ারি থেকে 'রাইট টু ফ্যাশন সেল' (Right to Fashion Sale) দেবে ১৮ই জানুয়ারি অবধি, আর এতে প্রায় সমস্ত প্রোডাক্টের উপর ৬০ শতাংশের বেশি ছাড় মিলবে। অর্থাৎ এই বিক্রয়পর্বে আপনি সুলভ মূল্যে কাপড়, আনুষাঙ্গিক, প্রসাধনী সহ অনেক কিছু কিনতে পারবেন।
- অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম জিওমার্ট তার প্রজাতন্ত্র দিবসের সেল (Grand Republic Sale) সম্পর্কে এখনও বিশদ ঘোষণা করেনি। তবে শিগগিরই এর তারিখও প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে, কারণ কোম্পানিটি তার সাইটে একটি পোস্টার টিজ করেছে।