অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ঘুম উড়িয়েছে Spy Note ভাইরাস, SMS সহ সমস্ত ডেটা অজান্তেই হয়ে যাচ্ছে বেহাত

By :  techgup
Update: 2023-10-18 13:05 GMT

আজকাল স্ক্যামাররা বিভিন্ন ম্যালওয়্যারের (Malware) সাহায্যে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে এবং তারপর তারা সেই তথ্য ব্যবহার করে ইউজারকে নানাভাবে প্রতারিত করে। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক থেকে খোয়া যায় মানুষের কষ্টার্জিত অর্থ। সম্প্রতি সাইবার সিকিউরিটি সংস্থার গবেষকরা SpyNote নামে একটি অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান আবিষ্কার করেছে। যে ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অপারেটিং সিস্টেমকে নিয়মিত আপডেট রাখবে বলে দাবি করে

এফ-সিকিউর সাইবার সিকিউরিটি সংস্থার বিশেষজ্ঞরা তাদের একটি রিপোর্টে SpyNote ম্যালওয়্যার সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, এই ম্যালওয়্যারটি বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়ো টেক্সট মেসেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের এটি ইন্সটল করার জন্য প্ররোচিত করে।

রিপোর্টে আরো বলা হয়েছে, এই বিপদজনক ম্যালওয়্যারটি অন্যান্য ম্যালওয়্যারের থেকে অনেক আলাদা। কারণ, এটি যে কেবল ব্যবহারকারীর কল লগ, ফোনের ক্যামেরা, টেক্সট মেসেজ বা ফোনের তথ্য চুরি করে তা নয়, এর পাশাপাশি এটি ফোনের হোম স্ক্রিনে বা যেকোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সহজেই লুকিয়ে থাকতে পারে। আর এটি এতটাই শক্তিশালী যে সিকিউরিটি সিস্টেমের পক্ষেও একে খুঁজে পাওয়া এবং ডিলিট করা বেশ কঠিন হয়ে যায়।

SpyNote-এর আরেকটি ভয়ংকর দিক হলো, এটি ফোন কল সহ চারপাশের বিভিন্ন শব্দও রেকর্ড করতে পারে। অর্থাৎ এটি সহজেই আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কথোপকথন শুনে নিতে পারে। যেটি ব্যবহারকারীদের অনেক সমস্যায় ফেলতে পারে।

এফ-সিকিওরের একজন গবেষক অমিত তাম্বে জানিয়েছেন, এই ম্যালওয়্যার কৌশলে বিশেষ অনুমতি ব্যবহার করে ডিভাইসে সাউন্ড রেকর্ডিং, ফোন কল এমনকি স্ক্রিনের ছবি তোলার মতো কাজ করে।

আর ফোনের সেটিংসের মাধ্যমে এই অ্যাপটিকে সরানো খুব সহজ কাজ নয়। কারণ, স্পাইনোট খুবই চতুর এবং এটি ডিভাইসের সেটিংস মেনু বন্ধ করে দেয়, ফলে এর হাত থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে।

Tags:    

Similar News