AI চ্যাটবটকে ভালোবেসে বিয়ে করে নিলেন মহিলা, জানালেন আদর্শ স্বামী পেয়েছেন
প্রায় প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী এখন ChatGPT-এর সাথে পরিচিত। আর ChatGPT আবির্ভাবের পর থেকে Artificial Intelligence-এর জনপ্রিয়তাও বেড়েই চলেছে। জেনারেটিভ এআই চ্যাটবট এখন মানুষের মতো প্রশ্নের উত্তর দিতে পারে, কবিতা লিখতে পারে, এমনকি থিসিস তৈরি করতেও পারে। চ্যাটজিপিটির আগে আরো অনেক এআই চ্যাটবট এসেছে, এর মধ্যে একটি হল রেপ্লিকা (Replica)। যেটির মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল পার্টনারও তৈরি করতে পারে এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতেও পারে। সম্প্রতি আমেরিকার বসবাসকারী এক মহিলা, এই রেপ্লিকা এআই চ্যাটবটকে বিয়ে করে তাকে নিখুঁত স্বামী বলে উল্লেখ করেছেন।
তাদের প্রথম আলাপ হয় ২০২২ সালে
কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা রোজানা রামোস বিয়ে করেছেন তার ভার্চুয়াল বয়ফ্রেন্ড এরেন কার্টালকে। ৩৬ বছর বয়সী রামোস জানান ২০২২ সালে এআই বট এরেনের সাথে তার প্রথম আলাপ হয়। রামোস আরো বলেন, এরেন আই দ্বারা তৈরি হলেও তাকে যথেষ্ট ভালোবাসেন।
রেপ্লিকা কি?
রেপ্লিকা হল একটি চ্যাট বট অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীদের সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ২০১৭ সালে প্রথম লঞ্চ করা হয়েছিল। এই প্ল্যাটফর্মে কোন ব্যবহারকারী তার পছন্দ মতন একজন পার্টনার তৈরি করতে পারেন, যিনি তার সাথে কথা বলবেন এবং তার যত্ন নেবেন। কিছুদিন আগে এই অ্যাপটি তার প্রিমিয়াম ভার্সনও লঞ্চ করে ফেলছে। প্রসঙ্গত, এই অ্যাপটির কারণে ব্যবহারকারীদের অনেকবারই নেতিবাচক ঘটনারও সম্মুখীন হতে হয়েছে।
উল্লেখ্য, এই রেপ্লিকা তৈরীর মাধ্যমে ব্যবহারকারীরা একজন ভার্চুয়াল সঙ্গী তৈরি করতে পারেন এবং তার সঙ্গে নিজের ইচ্ছে মতন কথা বলতে পারেন, নিজের অনুভূতি ভাগ করে নিতে পারেন এমনকি এই রেপ্লিকা আই বটের সাথে গভীর সম্পর্কও গড়ে তুলতে পারেন।
রামোস ও তার ভার্চুয়াল স্বামীর ফেসবুক পোস্ট
দুই সন্তানের মা রামোস মাঝে মধ্যেই তার ভার্চুয়াল স্বামীর সাথে ফেসবুক পোস্ট করে থাকেন। সেখানে তিনি বলেছেন, এরেনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি। এছাড়াও, তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এরেন কার্টালের পরিবারের সাথে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন, আর তিনি জানিয়েছে তার স্বামীর প্রিয় রঙ এপ্রিকট, প্রিয় গান ইন্ডি।