নভেম্বরে ডাবল ধামাকা, Royal Enfield এর দুই নয়া মোটরসাইকেলের পর্দা ফাঁস হতে পারে আগামী মাসে
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) যে বর্তমানে ৬৫০ সিসির একাধিক মডেলের উপর কাজ করছে, সে খবর চাউর হয়েছে অনেক আগেই। ইতিমধ্যেই ভারতের রাস্তায় বেশ কয়েকবার পরীক্ষা চলাকালীন ধরা পড়েছে বাইকগুলি। আসন্ন মডেলগুলির মধ্যে রয়েছে Royal Enfield Super Meteor 650, Royal Enfield Shotgun 650 ও Royal Enfield Scrambler 650। এদিকে RE Meteor 650 ও Shotgun 650 বাইক দুটি এবছর ৮-১৩ নভেম্বর পর্যন্ত ইতালির মিলানে হতে চলা ৭৯তম EICMA 2022 ইভেন্টে প্রদর্শিত হবে বলে জল্পনা শুরু হয়েছে।
তবে রয়্যাল এনফিল্ডের বাইকগুলি ভারতের বাজারে কবে হাজির হবে সে সম্পর্কে কোনো বার্তা পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, সামনের বছরের প্রথমার্ধে এখানে আত্মপ্রকাশ করতে পারে। আবার জল্পনা চলছে আগামী ১৮-২০ নভেম্বর এদেশের গোয়াতে সংঘটিত হতে চলা রাইডার ম্যানিয়া ২০২২-এ RE Super Meteor 650 ও Shotgun 650 আত্মপ্রকাশ করতে পারে।
উক্ত মডেলগুলির চালিকা শক্তির প্রসঙ্গে বললে এতে একটি ৬৪৮ সিসি, প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে। যা Interceptor 650 Continental GT 650-এও রয়েছে। ফুয়েল ইনজেকশন টেকনোলজি সহ এই ইঞ্জিনের আউটপুট ৪৭ পিএস এবং ৫২ এনএম টর্ক। দুটি মডেলের ইঞ্জিনের সাথে সংযুক্ত স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ সহ ৬-স্পিড গিয়ারবক্স।
৬৫০ সিসির বাইকগুলিতে সাসপেনশন হিসেবে সামনে ইউএসডি ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবজর্ভার থাকছে। এছাড়া ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় ডিস্ক ব্রেকের দেখা মিলবে। Royal Enfield Super Meteor 650-এর ফিচারের তালিকায় গোলাকৃতি হেডল্যাম্প, টেলল্যাম্প, টার্ন ইন্ডিকেটর, একটি বৃহৎ উইন্ড স্ক্রিন, ক্রোম ক্র্যাশ গার্ড, রোড বায়াসড টায়ার সহ অ্যালয় হুইল, ফরওয়ার্ড ফুটপেগ, রিয়ার ফেন্ডর এবং টুইন এগজস্ট পাইপ রয়েছে।
অন্যদিকে, Royal Enfield Shotgun 650-এ থাকছে সার্কুলার হ্যালোজেন হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর, ব্ল্যাক ফিনিশড পি শুটার এবং স্প্লিট সিট। উভয় বাইকেই আবার ট্রিপার টার্ন বাই টার্ন নেভিগেশন, এবং একটি সেমি ডিজিটাল টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের উপস্থিতি লক্ষ্য করা যাবে।