Super Meteor এর পর বাজারে ঝড় তুলতে আসছে Shotgun, রাস্তায় নামিয়ে পরখ করছে Royal Enfield

By :  techgup
Update: 2023-02-26 08:56 GMT

এদেশের অন্যতম জনপ্রিয় ক্লাসিক বাইক নির্মাতা Royal Enfield সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন ফ্লাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। যা সংস্থার ৬৫০ সিসির তৃতীয় বাইক। একই প্লাটফর্মের উপর নির্মিত মডেল হিসাবে তাদের পোর্টফোলিওতে আছে Continental GT 650 এবং Interceptor 650। সুপার মিটিওর নিয়ে উত্তেজনা থিতু হতেই Shotgun 650 লঞ্চের তোড়জোড় শুরু করেছে তারা। যা সংস্থাটির নতুন ফ্ল্যাগশিপ মডেল হিসাবে বাজারে আসবে।

Royal Enfield Shotgun 650-কে রোড টেস্টিংয়ে দেখা গেল

রয়্যাল এনফিল্ড এর কারখানার খুব কাছাকাছি রাস্তায় শটগান ৬৫০ বাইকটিকে দেখা গিয়েছে। টেস্টিং করার ছবি ধরা পড়েছে স্পাই ক্যামেরায়। গত বছরের শেষের দিকেই বাইকটির ট্রায়াল চলতে দেখা গিয়েছিল।

নতুন ফ্লাগশিপ বাইক

এখনো পর্যন্ত এই বাইকটির অবস্থান স্পষ্ট না হলেও আগামীতে এটি নতুন ফ্লাগশিপ রেঞ্জের মডেল হিসেবেই আত্মপ্রকাশ করতে চলেছে। ২০২১ সালে মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে প্রথমবারের জন্য শটগান ৬৫০ এর কনসেপ্ট ভার্সনের উপর থেকে পর্দা সরানো হয়েছিল। যা ছিল একটি ববার মোটরসাইকেল এবং নামকরণ হয়েছিল SG650। তবে এর টেস্ট ভার্সনে পিলিয়ন সিট দেখা গিয়েছে।

Super Meteor 650 ও Shotgun 650 এর মধ্যে পার্থক্য

শটগান ৬৫০ এবং সুপার মিটিয়র ৬৫০ এর মধ্যে পার্থক্য রয়েছে বিস্তর। এর মধ্যে প্রথমটি হলো ফুড পেগের পজিশন। আপাদমস্তক একটি ক্রুজার বাইক হওয়ায় সুপার মিটিয়র ৬৫০ এর ফুটপেগ খানিকটা সামনের দিকে অবস্থিত। অন্যদিকে শটগান ৬৫০ এর ক্ষেত্রে তা ঠিক মাঝামাঝি দেওয়া হয়েছে।

একইসাথে শটগানের এগজস্ট পাইপের ডিজাইন খানিক ভিন্ন। তাছাড়াও গ্র্যাব রেলের ডিজাইনেও পার্থক্য চোখে পড়ে। বাইক দুটির ফেন্ডারের গঠন খানিকটা আলাদা। সুপার মিটিওর ৬৫০ এর তুলনায় এই বাইকের হ্যান্ডেল বার খানিকটা বেশি চওড়া এবং একটু নিচের দিকে অবস্থিত।

Super Meteor 650 ও Shotgun এর মধ্যে মিল

বৈপরীত্যের মধ্যেও সুপার মিটিওর এবং শটগানের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে মিল লক্ষ্য করা যায়। যেমন দুটি মডেলেই একই ধরনের এলইডি হেডল্যাম্প ইউনিট ব্যবহার করা হয়েছে। যদিও শটগান ৬৫০ এর হেডল্যাম্পের সঙ্গে একটি কাউল যুক্ত রয়েছে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি হুবহু সুপার মিটিয়রের থেকে নেওয়া। অর্থাৎ এই বাইকে ট্রিপার নেভিগেশন সিস্টেম উপলব্ধ থাকছে। এর পাশাপাশি বেশ কিছু রয়্যাল এনফিল্ড এর নিজস্ব অ্যাক্সেসরিজ মিলবে এই বাইকটির সাথে।

Royal Enied Shotgun 650 ইঞ্জিন স্পেসিফিকেশন

সংস্থার অন্য তিন ৬৫০ সিসি মোটরসাইকেলের ইঞ্জিনই থাকবে এতে। অর্থাৎ শটগানে সেই ৬৪৮ সিসির এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন থেকে ৪৭ বিএইচপি এবং ৫২ এনএম টর্ক উৎপাদিত হবে । সাথে থাকবে সিক্স স্পিড গিয়ার বক্স এবং স্লিপার ক্ল্যাচ। তবে শটগান ৬৫০ এর জন্য ইঞ্জিনটি আলাদাভাবে টিউন করতে পারে রয়্যাল এনফিল্ড। অফিশিয়াল লঞ্চ হতে পারে ২০২৪ এর প্রথম ত্রৈমাসিকে।

Tags:    

Similar News