Royal Enfield কিনতে লাইন পড়ছে, এই প্রথম বাইক বিক্রি ছোঁবে 10 লাখ, রেকর্ড এ বছরও

By :  SUMAN
Update: 2022-11-19 11:36 GMT

চলতি আর্থিকবর্ষ শেষ হতে এখনও বেশ ক’মাস বাকি। এরই মধ্যে ভারতের আইকনিক রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর বিক্রিতে জোয়ার প্রত্যক্ষ করা গেছে। আশা করা হচ্ছে, যার প্রভাবে ২০২২-২৩ আর্থিকবর্ষ হতে চলেছে Classic 350-র নির্মাতার জন্য সেরা বছর। এবারের বিক্রিবাটা বিগত সকল বার্ষিক রেকর্ড ভেঙে দেবে। ২০২৩-২৪-এ সংস্থার মোটরবাইক বিক্রি ১০ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত মাসে সংস্থাটি ভারতে মোট ৮২,২৩৫ ইউনিট মোটরসাইকেল বিক্রি করতে পেরেছে। অদিকে ২০২৩-এর জানুয়ারি থেকে মাসে ১,০০,০০০ ইউনিট টু-হুইলার বিক্রির প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড। এদিকে তারা যদি প্রতি মাসে গড়ে ৮০,০০০ মোটরসাইকেল বিক্রি করে তাহলে বছরের শেষে মোট বিক্রির অঙ্ক দাঁড়াবে ৮,৮০,০০০ ইউনিট। যা ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ৪৭ শতাংশ বেশি। আর ২০১৮-১৯-এর চেয়ে শতাংশ অধিক। অর্থাৎ বর্তমান অর্থবর্ষ সংস্থাটির জন্য সেরা বছর হতে চলেছে।

উর্দ্ধমুখী বিক্রিতে অনুঘটকের কাজ করার জন্য আগস্টে লঞ্চ হওয়া Hunter 350 -কেই কৃতিত্ব দেওয়া হয়েছে। যা বর্তমানে সংস্থার দ্বিতীয় সর্বাধিক সাশ্রয়ী মডেল। এখনও পর্যন্ত এর বুকিংয়ের সংখ্যা ৫০,০০০ পার করে গিয়েছে। তবে চারিদার দিক থেকে এটি এখনও Royal Enfield Classic 350-র তুলনায় পিছিয়ে আছে। ১২১ বছরের পুরনো বাইক সংস্থাটির এখনও বেস্ট-সেলিং মডেলের তকমা ধরে রেখেছে ক্ল্যাসিক।

প্রসঙ্গত, বর্তমানে রয়্যাল এনফিল্ড তাদের লাইনআপে কম দাম ও হালকা ওজনের মোটরসাইকেল দিয়ে ক্রেতাদের মন জিতে নিয়েছে। এখন সংস্থার মোট বিক্রয়ের ১৮ শতাংশ ক্রেতা জীবনের প্রথম মডেল হিসেবে রয়্যাল এনফিল্ডের বাইক বেছে নিয়েছেন। হান্টার বাজারে আনার আগে যা ছিল ১৩ শতাংশ। আবার বাইকটির প্রতি ৫টির মধ্যে ২টি মডেল ১৮-২৫ বছরের যুবকরা কিনছেন বলে জানা গিয়েছে।

Tags:    

Similar News