Samsung Galaxy A23 5G ফোনে থাকবে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা, পেল FCC থেকে অনুমোদন
Samsung Galaxy A23 5G আর কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে। কিছুদিন আগেই এই ফোনটিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench ও ভারতীয় সার্টিফিকেশন সাইট, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ দেখা গিয়েছিল। আবার সম্প্রতি এর CAD রেন্ডার ফাঁস হয়। এখন Samsung Galaxy A23 5G আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) থেকে ছাড়পত্র লাভ করল। ফলে বলতে দ্বিধা নেই যে, ডিভাইসটি দ্রুত বিভিন্ন দেশে লঞ্চ হবে।
Samsung Galaxy A23 5G পেল FCC থেকে অনুমোদন
মাইস্মার্টপ্রাইস স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনকে বিভিন্ন মডেল নম্বর ও ভ্যারিয়েন্ট সহ এফসিসি সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। এই মডেল নম্বরগুলি হল -
SM-A236M/DS, SM-A236M/DSN, SM-A236M/N
SM-A236B/DS, SM-A236B/DSN, SM-A236B/N
SM-A236E/DS, SM-A236E/DSN, SM-A236E/N
এফসিসি থেকে জানা গেছে, স্যমসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। আবার ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল বা কোয়াড ক্যামেরা সেটআপ। এটি ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ ব্যান্ড সহ ওয়াইফাই কানেক্টিভিটি অফার করবে। আবার এই ৫জি ডিভাইসে থাকবে ব্লুটুথ ৫.০ ও এনএফসি কানেক্টিভিটি।
এর আগে Geekbench ও টিপস্টারদের দৌলতে জানা গিয়েছিল যে, Samsung Galaxy A23 5G ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ অ্যাড্রনো ৬১৯ জিপিইউ থাকবে। ফোনটি ৪ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম সহ আসবে। আবার এতে দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।