Redmi কে টেক্কা দিতে ভারতে আসছে Samsung Galaxy A32 4G, ৫ মার্চ প্রথম সেল
আজই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Samsung Galaxy A32 4G। এই ফোনটি এবার ভারতীয় মার্কেটেও উপলব্ধ হচ্ছে। Samsung India-র ওয়েবসাইটে এই ফোনটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, জানা গেছে ভারতে গ্যালাক্সি এ৩২ ৪জি ফোনটির সেল শুরু হবে আগামী ৫ মার্চ থেকে। গ্লোবাল মার্কেট লঞ্চ হওয়া ও ভারতে আসন্ন ফোনটির স্পেসিফিকেশনের মধ্যে কোনো পার্থক্য থাকবেনা বলেই মনে হয়। সেক্ষেত্রে Samsung Galaxy A32 4G মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এদেশে লঞ্চ হবে।
স্যামসাং ইন্ডিয়া সাইটে গ্যালাক্সি এ৩২ ৪জি এর লঞ্চ ডেট না জানানো হলেও, ইউআরএল-এর উপর কারজার নিয়ে যাওয়ার পর দেখা গেছে এই ফোনটি আগামী ৫ মার্চ,২০২১ থেকে কেনা যাবে (ছবি তে দেখুন)। আবার ওয়েবসাইটে ফোনটিকে ৬ র্যাম জিবি ও ১২৮ জিবি স্টোরেজের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে Samsung Galaxy A32 4G ভারতে, অসম ভায়োলেট, অসম ব্ল্যাক, অসম হোয়াইট, অসম ব্লু কালারে পাওয়া যাবে। যদিও ফোনটির দাম ওয়েবসাইটে উল্লেখ নেই।
Samsung Galaxy A32 4G এর দাম
রাশিয়ায় স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৪জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯০ রাশিয়ান রুবেল (প্রায় ১৯,৮০০ টাকা) এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯০ রাশিয়ান রুবেল (প্রায় ২১,৮০০ টাকা)।
Samsung Galaxy A32 4G এর স্পেসিফিকেশন
প্রথমেই বলে রাখি স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর ৫জি মডেল ও ৪জি মডেলের স্পেসিফিকেশনের মধ্যে কিছু পার্থক্য আছে। এদের ক্যামেরা ও ডিসপ্লে রিফ্রেশ রেট আলাদা। ৪জি মডেলে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস S-AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০ এবং ডিজাইন ইনফিনিটি ইউ।
এই ফোনে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। সাথে আছে ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরার জন্য Samsung Galaxy A32 4G ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরার প্রাইমারি সেন্সর এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স (এফ/২.২ অ্যাপারচার), ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪ অ্যাপারচার) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪ অ্যাপারচার)।
এই ফোনের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা(এফ/২.২ অ্যাপারচার)। পিছনের ক্যামেরা দিয়ে ১২০এফপিএস-এ স্লো মো ভিডিও রেকর্ড করা যাবে। ডুয়েল সিমের এই ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ইন্টারফেসে চলবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এর ওজন ১৮৪ গ্রাম। গতমাসে লঞ্চ হওয়া Samsung Galaxy A32 5G এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।