Airtel-Amazon: হাত মেলাল এয়ারটেল ও অ্যামাজন! সস্তায় দেখুন ৩৫০টি লাইভ টিভি চ্যানেল ও প্রাইম ভিডিও

গাঁটছড়া বাধল এয়ারটেল ও অ্যামাজন। ডিজিটাল টিভি দর্শকদের জন্য যৌথ পরিষেবা আনছে দুই সংস্থা। যেখানে বাজেট-ফ্রেন্ডলি প্ল্যানে ৩৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল এবং প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Update: 2024-11-27 17:41 GMT

Airtel-Amazon: টেলিকম সংস্থা এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বাধল ই-কমার্স সংস্থা অ্যামাজন। কম দামে, একগুচ্ছ বৈশিষ্ট্য-সহ নতুন পরিষেবা আনার ঘোষণা করা হয়েছে। এই যৌথ পরিষেবায় শুধু প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন মিলবে না, রয়েছে ৩৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করার সুযোগ। যাদের সেট-টপ বক্স আছে তাদের সুবিধার জন্য এই প্ল্যানটি আনা হচ্ছে। পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ দেখার পাশাপাশি অনলাইন কেনাকাটায় দ্রুত শিপিং ও অফার পাওয়া যাবে।

এয়ারটেল ডিজিটাল টিভি ও অ্যামাজন প্রাইম

এই প্ল্যানটির নাম রাখা হয়েছে "আলটিমেট এবং অ্যামাজন প্রাইম লাইট।" এয়ারটেল ডিজিটাল টিভির এই প্ল্যানের ব্যবহারকারীরা মাত্র ৫২১ টাকায় HD এবং স্ট্যান্ডার্ড লাইভ টিভি চ্যানেল উভয়ই উপভোগ করতে পারবেন। আপনার জন্য কোন প্ল্যানটি সবচেয়ে ভাল কাজ করবে তার উপর ভিত্তি করে আপনি মাসিক বা ৬ মাসের সাবস্ক্রিপশন বেছে নিতে পারেন।

মাসিক প্ল্যানে পাবেন ৩০ দিনের সাবস্ক্রিপশন, যার মধ্যে হিন্দি চ্যানেল এবং অ্যামাজন প্রাইম ভিডিওর সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করতে চাইলে, ২,২৮৮ টাকায় ১৮০ দিনের প্ল্যান নিতে পারেন।

এই আলটিমেট এবং অ্যামাজন প্রাইম লাইটে ৩৫০টি লাইভ টিভি চ্যানেল উপভোগ করা যাবে। যার মধ্যে রয়েছে বিনোদন, সংবাদ, সঙ্গীত, খেলাধুলা এবং চলচ্চিত্র-সহ বিভিন্ন বিষয়বস্তু। এই অফারটি নেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে, লেটেস্ট Airtel Xstream Box, যা আপনাকে লাইভ টিভি এবং স্ট্রিমিং উভয় পরিষেবা দেখার অনুমতি দেবে।

সাবস্ক্রিপশনটির আরও একটি সুবিধা হল টিভির পাশাপাশি মোবাইলেও ব্যবহার করা যাবে প্রাইম ভিডিও। এছাড়া অ্যামাজনে শপিংয়ে একাধিক অফার ও দ্রুত ডেলিভারি পাবেন। এয়ারটেল ডিজিটাল টিভি ও অ্যামাজনের এই যুগলবন্দী চ্যালেঞ্জ জানাবে টাটা প্লে এবং ডিশ টিভির মতো সংস্থাগুলিকে।

Tags:    

Similar News