Aadhar Card: নতুন বাড়িতে উঠেছেন? এই তারিখ অবধি আধার কার্ডে ঠিকানা বদলানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে

Aadhaar Card: আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে বদলানো যাবে আধার কার্ডে আপনার ঠিকানা।

Update: 2024-11-27 17:13 GMT

Aadhaar Card Address Update: আধার কার্ডে সামান্য ভুলও বড় অসুবিধায় ফেলতে পারেন। কারণ বর্তমানে পরিচয় পত্রের পাশাপাশি নানা প্রকল্পে রেজিস্ট্রেশন করার জন্য এই ডকুমেন্ট লাগে। তাছাড়া যারা সম্প্রতি নতুন ফ্ল্যাট/বাড়ি কিনেছেন বা ঠিকানা বদলেছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে এই তথ্য আপডেট করতে পারবেন। কারণ আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর ২০২৪ অবধি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। এই তারিখের পরে করতে গেলে টাকা খরচ করতে হবে।

ঘরে বসেই আপডেট করা যাবে নতুন ঠিকানা। অনলাইন পোর্টালে সেই সুযোগ দিয়েছে আধার কর্তৃপক্ষ। তবে মনে রাখবেন, বায়োমেট্রিক আপডেট, যেমন আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের পরিবর্তনের জন্য আপনাকে আধার কেন্দ্রেই যেতে হবে। অনলাইনে এই কাজ হবে না। দেরি না করে আধার কার্ডে ঠিকানা কীভাবে বদলাতে হয় জেনে নেওয়া যাক।

আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার সহজ পদ্ধতি

  • এর জন্য প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর সেল-সার্ভিস আপডেট পোর্টালে ক্লিক করতে হবে। এবার আপনার আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
  • আধারের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) আসবে।
  • একবার লগ ইন করলে, আপনার আধার প্রোফাইল খুলে যাবে। সেখানে সমস্ত তথ্য মিলিয়ে নিতে পারেন।
  • এবার ঠিকানা আপডেটের জন্য JPEG, PNG, বা PDF ফরম্যাটে একটি প্রুফ অফ অ্যাড্রেস (PoA) ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। সাইজ ২ এমবির ভিতরে রাখতে হবে।
  • ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আপনার আবেদন চলে যাবে UIDAI এর কাছে।
  • তারপর স্টেটাস চেক করার জন্য একটি পরিষেবা অনুরোধ নম্বর (SRN) পাবেন।
  • নিয়মিত সেটি চেক করে নিশ্চিত হতে পারেন যে নতুন ঠিকানা আপডেট হয়েছে কিনা।

উল্লেখ্য, আধার কার্ডে ভুল তথ্য থাকলে তা দ্রুত আপডেট করার পরামর্শ দিয়েছে UIDAI। ঠিকানা, লিঙ্গ ইত্যাদি তথ্য বিনামূল্যে করা গেলেও, বায়োমেট্রিক ও মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আধার কেন্দ্রে যেতে হবে এবং নির্দিষ্ট টাকা খরচ করতে হবে।

Tags:    

Similar News