প্রতি সপ্তাহেই নতুন আপডেটের খবর, Android 12 চলে এল Samsung-এর এই ফোনে
প্রায় প্রতি সপ্তাহেই Samsung তাদের বিভিন্ন স্মার্টফোনে Android 12 রিলিজ করছে। বলা যায়, হ্যান্ডসেট নতুন অপারেটিং সিস্টেমে আপডেটের ক্ষেত্রে চীনা সংস্থাগুলি পিছনে ফেলছে দক্ষিণ কোরিয়ান টিক জায়েন্টটি। আমেরিকায় সংস্থার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের A13 5G 5G মডেলের পর এবার Galaxy A32 5G মডেলেও চলে এল অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণ।
Samsung Galaxy A32 5G-এ Android 12 আপডেটটি A326U1UEU7BVE4 ফার্মওয়্যার ভার্সন-সহ এসেছে। এটি সাথে করে One UI 4.0 কাস্টম স্কিন এবং ২০২২-এর এপ্রিল মাসের সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে। সফটওয়্যারটি একাধিক নতুন ফিচার এনেছে এবং প্রচুর সিকিউরিটি ও প্রাইভেসি জনিত বাগকে ফিক্স করবে বলে জানিয়েছে স্যামসাং। খুব শীঘ্রই এটি অন্যান্য দেশেও রোলআউট হবে বলে আশা করা যায়৷।
নতুন আপডেট আসার ফলে Samsung Galaxy A32 5G ব্যবহারকারীরা কালার প্যালেট, নতুন উইজেট পিকার ইউআই, আধুনিক স্টাইলের উইজেট, অগমেন্টেড রিয়েলিটি ইমোজি, উন্নত অলওয়েজ অন ডিসপ্লে, এনহ্যান্সড ডার্ক মোড, প্রভৃতি ফিচার উপভোগ করতে পারবেন। আবার কখন কোন অ্যাপ মাইক্রোফোন বা ক্যামেরার অ্যাক্সেস চাইছে, তার নোটিফিকেশন স্ক্রিন ফুটে উঠবে।
Galaxy A32 5G লঞ্চ হয়েছিল গত বছরের জানুয়ারি মাসে। স্পেসিফিকেশনগুলির কথা বললে, এই ডিভাইসে ৬.৫ ইঞ্চি ৯০ হার্টজ এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 720 প্রসেসর, ৪৮+৮+৫+২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।