চেক করুন আপনার Samsung Galaxy A52 5G, Galaxy Tab S7 ডিভাইস, বড় সুখবর পেতে পারেন
টেক ব্র্যান্ড Samsung সম্প্রতি Galaxy S23 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের ঘোষণা করেছে। তবে এই নয়া লাইনআপের পাশাপাশি সংস্থাটি তাদের লেটেস্ট কাস্টম অপারেটিং সিস্টেম স্কিন One UI 5.1 এর স্টেবল ভার্সনও রিলিজ করেছে। নয়া এই ওএস এর আপডেট বর্তমানে একাধিক ডিভাইসের জন্য রোলআউট করা হচ্ছে। যেমন হালফিলে Galaxy A52 5G স্মার্টফোন এবং Galaxy Tab S7 সিরিজ ট্যাবলেটের জন্য এই আপডেট উপলব্ধ করা হল। এক্ষেত্রে লঞ্চের সময়ে উক্ত 5G ফোনটি One UI 3.1 কাস্টম রমের সাথে প্রি-লোডেড হয়ে এসেছিল। কিন্তু এখন ডিভাইসটির সিঙ্গাপুরের ব্যবহারকারীরা One UI 5.1 আপডেট পেল। অন্যদিকে Galaxy Tab S7 ট্যাবলেটের জন্য Samsung ঘোষিত সর্বশেষ ওএস আপডেটটি মোট ২২টি দেশীয় বাজারে রোলআউট করা হয়েছে।
Samsung Galaxy A52 5G ফোন এবং Galaxy Tab S7 ট্যাবলেট পেলো One UI 5.1 আপডেট
মার্কেট রিসার্চার কোম্পানি SamMobile প্রদত্ত একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, সিঙ্গাপুরের স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সর্বশেষ ওয়ান ইউআই ৫.১ কাস্টম ওএস আপডেট পেয়েছেন। এই ওয়ান ইউআই ৫.১ আপডেটের ফার্মওয়্যার সংস্করণ হল - A526BXXU2EWB1 এবং এটি ফেব্রুয়ারি ২০২৩ সিকিউরিটি প্যাচ অফার করে। এই আপডেটের ডাউনলোড সাইজ প্রায় ১ জিবি। এ-সিরিজের এই ফোন ব্যবহারকারীরা ডিভাইসের সেটিংস অপশন থেকে 'সফ্টওয়্যার আপডেট' (Software Update) মেনুতে গিয়ে ওএস আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।
অন্যদিকে Galaxy Tab S7 এবং Galaxy Tab S7+ মডেল দুটি মোট ২২টি দেশে ওয়ান ইউআই ৫.১ আপডেট পেয়েছে। তালিকাভুক্ত দেশগুলি হল - কোরিয়া, চেক প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ, স্লোভেনিয়া, দক্ষিণ পূর্ব ইউরোপ, বুলগেরিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, নর্ডিক দেশ, সুইজারল্যান্ড , জার্মানি, স্পেন, গ্রীস, পোল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, পর্তুগাল, হাঙ্গেরি, রোমানিয়া এবং বাল্টিক দেশ। উক্ত কাস্টম ওএস আপডেটটি ফার্মওয়্যার সংস্করণ TxxxXXU2DWB2 সহ এসেছে।
কার্যকারিতার দিক থেকে, One UI 5.1 কাস্টম ওএস - বাহ্যিক স্পিকার সিস্টেমের ক্ষেত্রে আরও ভাল কানেক্টিভিটি, অ্যানিমেশন সহ নতুন ডায়নামিক ওয়েদার উইজেট, গ্যালারিতে একটি শেয়ারড ফ্যামিলি অ্যালবাম অফার করবে। পাশাপাশি স্যামসাং ইন্টারনেট, গ্যালারি, সেটিংস, ওয়েদার, এআর (AR) ইমোজি ক্যামেরা সহ একাধিক বিভাগে আপগ্রেড প্রদান করবে। এছাড়া, গ্যালাক্সি ট্যাব এস৭ সিরিজের জন্য রোলআউট করা আপডেটটি Samsung DeX -এর জন্য মাল্টি-উইন্ডো ক্যাপাবিলিটি এবং কিছু নতুন ইউআই নিয়ে এসেছে।
প্রসঙ্গত, উল্লেখিত দেশের ব্যবহারকারীরা Samsung Galaxy S7 ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলির সেটিংসে গিয়ে 'সফ্টওয়্যার আপডেট' বিকল্প চয়ন করে আপডেট উপলব্ধ কিনা তা ম্যানুয়ালি চেক করতে পারবেন। এক্ষেত্রে আপডেট চলে আসলে 'ডাউনলোড অ্যান্ড ইনস্টল' অপশনটি চয়ন করুন (Settings > Software update > Download and install)।