Samsung Galaxy A53 5G এক ধাক্কায় সস্তা হল ৩৫০০ টাকা, এত কমে এই প্রথম

By :  ANKITA
Update: 2022-08-23 08:11 GMT

ভারতে Samsung Galaxy A53 5G স্মার্টফোনের দাম একধাক্কায় অনেকটাই সস্তা হল। গত মার্চ মাসে ভারতে আসা A-সিরিজের এই হ্যান্ডসেটকে ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম - এই দুটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। এখন ফোনটির দুটি ভ্যারিয়েন্টকেই ৩,৫০০ টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। ইতিমধ্যেই ফোনটিকে সংশোধিত বিক্রয় মূল্যের সাথে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে ই-অনলাইন শপিং পোর্টাল অ্যামাজন, ফ্লিপকার্ট, বিজয় সেলস এবং ক্রোমায় তালিকাভুক্ত হতে দেখা গেছে। চলুন Samsung Galaxy A53 5G স্মার্টফোনের নতুন দাম জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A53 5G -এর নতুন দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৩৪,৪৯৯ টাকা ধার্য করা হয়েছিল। বর্তমানে এটির দাম পুরো ৩,৫০০ টাকা কমানো হয়েছে। যারপর উক্ত ভ্যারিয়েন্টকে এখন মাত্র ৩১,৪৯৯ টাকায় পাওয়া হচ্ছে। আবার, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। এটি ফ্লাট ৩,০০০ টাকা সস্তা হওয়ায় এখন ৩২,৯৯৯ টাকায় উপলব্ধ।

আগ্রহীরা যদি আলোচ্য ফোনটিকে ই-কমার্স সাইট Amazon এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের (Samsung.com) মাধ্যমে কেনেন, তবে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। যার দরুন হ্যান্ডসেটটিকে আরো সাশ্রয়ী মূল্যে পকেটস্থ করা সম্ভব হবে। এটিকে অওসম ব্ল্যাক, অওসম ব্লু, অওসম পিচ এবং অওসম হোয়াইট কালার বিকল্পে কেনা যাবে।

Samsung Galaxy A53 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা কোর (২.৪ গিগাহার্টজ + ২.৪ গিগাহার্টজ) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিন চালিত। আবার, স্টোরেজ হিসাবে ফোনটির ভারতীয় সংস্করণে, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি মেমরি পাওয়া যাবে। যদিও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 5G ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। একই ভাবে, সেলফি তোলার জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য স্যামসাংয়ের এই নয়া স্মার্টফোনে, 5G, 4G LTE, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ফোনটির সেন্সর অপশনের মধ্যে থাকছে, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ৫জি ডিভাইসে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে৷ Samsung Galaxy A53 5G, IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News