Samsung Galaxy A54 5G বনাম Galaxy A34 5G: কোন ফোনটি আপনার জন্য সেরা হবে জেনে নিন

Update: 2023-04-03 09:08 GMT

স্যামসাং সম্প্রতি ভারতে Samsung Galaxy A54 5G ও Galaxy A34 5G স্মার্টফোন লঞ্চ করেছে। দুটি ফোনই মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে এসেছে। উভয় স্মার্টফোনেই আইপি৫৭ রেটিং, ৫জি সাপোর্ট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের‌ ডিসপ্লে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দুটি ফোনেই রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াট চার্জিং‌ সাপোর্ট। তাই আপনি যদি স্যামসাংয়ের ফোন কিনতে চান এবং এই দুটি ফোনের মধ্যে কোনটি কিনবেন তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন, তবে এই প্রতিবেদনটি পড়ুন। এই প্রতিবেদনে আমরা আপনাকে Samsung Galaxy A54 5G ও Galaxy A34 5G এর মধ্যে থাকা পার্থক্য নিয়ে আলোচনা করবো।

Samsung Galaxy A54 5G vs Galaxy A34 5G-এর দাম

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৩৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-অফ-দ্য-লাইন মডেলের দাম থাকছে ৪০,৯৯৯ টাকা।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনটিও দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এক্ষেত্রে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩০,৯৯৯ টাকা ও ৩২,৯৯৯ টাকা নির্ধারণ করে হয়েছে।

Samsung Galaxy A54 5G vs Galaxy A34 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য রয়েছে এক্সিনস ১৩৮০ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড মালি জি৮০ জিপিইউ। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) কাস্টম স্কিনের সাথে প্রি-লোড হয়ে এসেছে।

আর স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ। সিকিউরিটির জন্য দুটি ডিভাইসের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Samsung Galaxy A54 5G vs Galaxy A34 5G-এর ক্যামেরা

Samsung Galaxy A54 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, এফ/২.২ অ্যাপারচার সহিত ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এদিকে Samsung Galaxy A34 5G ফোনে এফ/১.৮ অ্যাপারচার OIS সমর্থিত ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এ-সিরিজের এই হ্যান্ডসেটে এফ/২.২ সহ অ্যাপারচার ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy A54 5G vs Galaxy A34 5G-এর ব্যাটারি

Samsung Galaxy A54 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A34 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News