প্রতীক্ষার অবসান, ভারতে Samsung-এর এই ফোনে Android 12 আপডেট এল, পাবেন প্রচুর নতুন ফিচার্স
Android 12 অপারেটিং সিস্টেম চালিত গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাবের তালিকায় যুক্ত হল নতুন নাম। প্রথমে ফ্ল্যাগশিপ দিয়ে সূচনা করে, তারপর মিড-রেঞ্জ, আর হালে বিভিন্ন বাজেট ডিভাইস নতুন অপারেটিং সিস্টেম আপডেট করছে স্যামসাং। এবার ভারতের বাজারে উপলব্ধ Samsung Galaxy F41 মডেলে রিলিজ হল Android 12 নির্ভর One UI 4.1 আপডেট।
ওই হ্যান্ডসেটে নতুন সফটওয়্যার আপগ্রেড F415FXU1CVD1 ফার্মওয়্যার সংস্করণের সাথে এসেছে। এতে ২০২২-এর সিকিউরিটি প্যাচও রয়েছে যা ডজনখানেক নিরিপত্তাজনিত ত্রুটিকে ঠিক করবে৷ নোটিফিকেশন না পেলে সেটিংস>সফটওয়্যার আপডেট> তারপর ডাউনলোড ও ইন্সটলে ট্যাপ করে লেটেস্ট আপডেটটি ফোনে নামাতে পারবেন ব্যবহারকারীরা।
প্রসঙ্গত, ২০২০-এর দ্বিতীয়ার্ধে Galaxy F41 লঞ্চ হয়েছিল। সেই সময় এতে Android 12 বেসড One UI 2.5 প্রি-ইন্সটলড ছিল। ডিভাইসটি গত বছরের মাঝামাঝি সময়ে Android 11 নির্ভর One UI 3.1 আপডেট পায়। আর এখন এতে Android 12 নির্ভর One UI 4.1 আপডেট রোলআউট হয়েছে।
One UI 4.1 নতুন উইজেটের সাথে ইউজার ইন্টারফেসের ডিজাইন আরও উন্নত করেছে৷ লক স্ক্রিন মেনুতে আরও উইজেট যোগ করেছে স্যামসাং। ক্যামেরা অ্যাপে ডকুটিমেন্ট স্ক্যানিং ফিচারের সংযোজন করা হয়েছে। স্যামসাং কীবোর্ডে গ্রামারলি পরিচালিত ল্যাঙ্গুয়েজ সাজেশন এসেছে। এছাড়াও যুক্ত হয়েছে প্রচুর নতুন ফিচার।