Samsung একের পর এক ফোনে নতুন অপারেটিং সিস্টেম আপডেট দিচ্ছে, এবার Android 12 পেল এই হ্যান্ডসেট
ফ্ল্যাগশিপ দিয়ে সূচনা করে তারপর মিড-রেঞ্জ, আর এখন বিভিন্ন এন্ট্রি লেভেল বাজেট হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণ অর্থাৎ Android 12 রোলআউট করছে Samsung। তাদের নানা স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে লেটেস্ট ভার্সনে আপগ্রেড করার দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের কয়েক যোজন পেছনে ফেলেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। Galaxy A21s, Galaxy A22 5G, Galaxy A02s, ও Galaxy A03s-এর এবার Galaxy M12 মডেলে Android 12 রিলিজ করল তারা।
Samsung Galaxy M12 স্মার্টফোনে Android 12 আপডেট M127FXXU3BVF8 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে। এতে জুন মাসের সিকিউরিটি প্যাচও অর্ন্তভুক্ত করা হয়েছে। যা ষাটের বেশি নিরাপত্তাজনিত ত্রুটির সমাধান করবে বলে দাবি করা হয়েছে। একই সাথে ইউজার ইন্টারফেস One UI Core 4.1 সংস্করণে আপগ্রেড হয়েছে। আপডেটটি এখন শুধু ভিয়েতনামে রিলিজ হলেও, খুব শীঘ্রই অন্যান্য দেশেও উপলব্ধ হবে বলে আশা করা যায়।
নতুন আপডেটে বদলে যাওয়া ইউজার ইন্টারফেস, কালার প্যালেট, নতুন উইজেট, নতুন উইজেট পিকার ইউআই, উন্নত ডার্ক মোড, এবং ব্রাইটনেস ও ভলুমের জন্য স্লাইডার মেনু দেখতে পাওয়া যাবে। প্রাইভেসি ও সিকিউরিটিতে একগুচ্ছ বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। যেমন ক্যামেরা ও মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়া বা প্রত্যাখ্যানের জন্য আলাদা কুইট সেটিং টুগল এবং স্ক্রিনের উপরে প্রাইভেসি ইন্ডিকেটর। ড্যাশবোর্ডে এই সম্পর্কিত নানা তথ্য ভেসে উঠবে৷ এছাড়া ক্যামেরা অ্যাপের ইউআই এখন আরও পরিস্কার।
প্রসঙ্গত, Samsung Galaxy M12 লঞ্চ হয়েছিল গত বছরের এপ্রিল মাসে। স্পেসিফিকেশনগুলির কথা বললে, এতে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, Exynos 850 প্রসেসর, ৪৮+৫+২+২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।