বাহুবলী ব্যাটারি ও VC কুলিং সিস্টেমের সঙ্গে ভারতে আসছে Samsung Galaxy M35 5G, লঞ্চ এই তারিখে

Update: 2024-07-04 14:23 GMT

স্যামসাং ভারতের বাজারে তাদের এম সিরিজের পরবর্তী মডেল হিসাবে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছিল। আর এখন সব জল্পনার অবসান করে এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে কোম্পানি। আসন্ন ফোনটির মাইক্রোসাইটটি অ্যামাজন ইন্ডিয়াতে লাইভ হয়েছে, যা এর অনলাইন উপলব্ধতা নিশ্চিত করেছে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি চলতি মাসেই আসছে ভারতীয় বাজারে

স্যামসাং নিশ্চিত করেছে যে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এদেশে আগামী ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ডিভাইসটি অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৪ লঞ্চেরও অংশ এবং এটি ডার্ক ব্লু, লাইট ব্লু এবং গ্রে সহ একাধিক শেডে পাওয়া যাবে বলে জানা গেছে।

স্যামসাং নিশ্চিত করেছে যে এই আসন্ন ডিভাইসটিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি শক্তি জোগাবে, যার ক্ষমতা হতে পারে প্রায় ৬,০০০ এমএএইচ। এছাড়াও থাকবে একটি শক্তিশালী প্রসেসর৷ উন্নত হিট ডিসিপেশনের জন্য প্রসেসরটিকে একটি ভেপার কুলিং চেম্বারের সাথে যুক্ত করা হবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা এবং ডিসপ্লেতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

জানিয়ে রাখি, স্যামসাং গত মে মাসে ব্রাজিলে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি স্মার্টফোনটিকে লঞ্চ করেছিল। এতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৮ ইঞ্চির এসঅ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ইন-হাউস এক্সিনস ১৩৮০ প্রসেসরে চলে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এর ট্রিপল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে৷

Tags:    

Similar News