Samsung Galaxy M53 5G নিয়ে চর্চা অব্যাহত, ফাঁস হল দাম ও স্পেসিফিকেশন
স্যামসাং (Samsung) আগামী ১৭ মার্চ একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে, যেখানে Galaxy A সিরিজের নতুন স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক কিছু রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি আসন্ন লঞ্চ ইভেন্টে Samsung Galaxy A53 5G এবং Galaxy A33 5G স্মার্টফোন দুটি উন্মোচন করতে পারে। অন্যদিকে, সংস্থাটি আপকামিং Samsung Galaxy M53 5G হ্যান্ডসেটটি নিয়েও কাজ করছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল যে, এই নতুন M সিরিজের ফোনটি নির্দিষ্ট কিছু বাজারে Galaxy A53-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করবে। তবে এবার একটি টেক চ্যানেল Samsung Galaxy M53 5G ফোনটি, আসন্ন Galaxy A53-এর থেকে কতটা আলাদা তা প্রকাশ করতে এর সমস্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি তাদের একটি ইউটিউব ভিডিওতে প্রকাশ করেছে।
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy M53 5G Expected Specifications)
ThePixel.vn- এর নতুন ইউটিউব ভিডিও অনুযায়ী, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ৬.৭ ইঞ্চির এস-অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে সহ আসবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই হ্যান্ডসেটটির ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাট আউটটি অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। আবার ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটি গত বছর লঞ্চ হওয়া গ্যালাক্সি এম৬২-এর মতো হবে।
পারফরম্যান্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই হ্যান্ডসেটটি সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও উল্লেখিত মিডিয়াটেকের প্রসেসরটির সাথে দেখা গেছে। ভিয়েতনামের বাজারে গ্যালাক্সি এম৫৩ ৫জি স্মার্টফোনটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।
ক্যমেরার ক্ষেত্রে, Samsung Galaxy M53 5G-এর ব্যাক প্যানেলে কোয়াড-ক্যামেরা ইউনিট থাকবে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হবে। এছাড়া, ডিভাইসটির সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখতে পাওয়া যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M53 5G-তে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
অন্যদিকে তুলনামূলকভাবে দেখলে, আপকামিং Samsung Galaxy A53 5G ফোনটি ৬.৫ ইঞ্চির এস-অ্যামোলেড (S-AMOLED) ফুল এইচডি+ ডিসপ্লে, এক্সিনস ১২৮০ চিপসেট, ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল (প্রধান) + ১২ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো) + ৫ মেগাপিক্সেল (ডেপ্থ) সেন্সর যুক্ত কোয়াড-ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি-এর সম্ভাব্য দাম (Samsung Galaxy M53 5G Expected Price)
Galaxy M53 5G বেস ভ্যারিয়েন্টের দাম ৪৫০ ডলার (আনুমানিক ৩৪,৫০০ টাকা) থেকে ৪৮০ ডলার (আনুমানিক ৩৬,৮০০ টাকা)-এর মধ্যে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্ভবত চলতি মাসের শেষের দিকে এই হ্যান্ডসেটটি বাজারে পা রাখবে।