তিনবছর পর সেলফি ক্যামেরায় পরিবর্তন, Samsung Galaxy S23 সিরিজ আসবে নতুন ফ্রন্ট ক্যামেরার সাথে

Update: 2022-06-29 07:30 GMT

চলতি বছরের শুরুতে Samsung Galaxy S22 ফ্ল্যাগশিপ সিরিজটি লঞ্চ হওয়ার পরপরই একটি রিপোর্টে দাবি করা হয় যে, 'প্রজেক্ট ডায়মন্ড'-এর অধীনে ইতিমধ্যেই স্যামসাং পরবর্তী প্রজন্মের Galaxy S23 সিরিজের ডিভাইসগুলির ওপর কাজ শুরু করেছে। পূর্ববর্তী এই রিপোর্ট প্রকাশের কয়েক মাস পর আরেকটি নতুন প্রতিবেদনের মাধ্যমে এখন এই আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy S23 সিরিজে থাকবে আপগ্রেডেড সেলফি ক্যামেরা

গ্যালাক্সিক্লাব (GalaxyClub)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, স্যামসাং আসন্ন গ্যালাক্সি সিরিজের স্ট্যান্ডার্ড মডেল এবং প্লাস ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরাগুলি আপগ্রেড করবে। জানিয়ে রাখি, সংস্থাটি ২০১৯ সাল থেকে একই ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ব্যবহার করে আসছে। গ্যালাক্সি এস১০ সিরিজ থেকে গ্যালাক্সি এস২২ সিরিজ পর্যন্ত সমস্ত গ্যালাক্সি এস সিরিজের হ্যান্ডসেটে (আল্ট্রা মডেল বাদে) একই ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের হ্যান্ডসেটগুলির সেলফি ক্যামেরায় পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে যে, Samsung Galaxy S23 এবং Galaxy S23 Plus-এ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে। তবে রিপোর্টে Galaxy S23 Ultra-এর সেলফি ক্যামেরা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। এখনও পর্যন্ত, S-সিরিজের আল্ট্রা মডেলগুলিতে ৪০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যায়।

উল্লেখ্য, Galaxy S23 সিরিজের ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি ডিসপ্লে নীচে প্রতিস্থাপিত হবে নাকি পাঞ্চ-হোলের ভিতরে অবস্থান করবে তা জানা যায়নি। যেহেতু স্মার্টফোনগুলি লঞ্চ হতে এখনও প্রায় বছরখানেক বাকি, তাই আগামীদিনে এই ডিভাইসগুলি সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট ও লিক থেকে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News