কোনো পয়সা না দিয়েই বাড়ি আনুন Samsung Galaxy Smartphone, কেবল মানতে হবে এই শর্ত

By :  SUPARNA
Update: 2022-06-18 08:14 GMT

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক সংস্থা Samsung সম্প্রতি তাদের ভারতীয় গ্রাহক-বেসের জন্য একটি বিশেষ অফার ঘোষণা করেছে। যেখানে সংস্থাটি তাদের Galaxy Z Fold 3 5G, Galaxy Z Flip 3 5G ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং সদ্য লঞ্চের মুখ দেখা Galaxy S22 সিরিজের সাথে ডাউনপেমেন্ট বিহীন দীর্ঘমেয়াদি নো-কস্ট ইএমআই এবং সাশ্রয়ী মূল্যে স্মার্টওয়াচ বা ইয়ারবাড কেনার সুবিধা প্রদান করছে। জানিয়ে রাখি, এই অফারটি নিয়ে আসার জন্য সংস্থাটি HDFC ব্যাঙ্কের সাথে অংশীদারিত্ব করেছে।

বিনা কোনো ডাউনপেমেন্টে কিনে নিন Samsung এর এই প্রিমিয়ার স্মার্টফোনগুলি

সদ্য আগত, Samsung Galaxy S22+ এবং Galaxy S22 স্মার্টফোনকে আপনারা ২৪ মাসের বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই অপশনের অধীনে কিনে নিতে পারবেন। এর জন্য আপনারদের প্রতি মাসে নূন্যতম ৩,০৪২ টাকার ইএমআই শোধ করতে হবে। আবার, Galaxy S22 Ultra স্মার্টফোনকে মাসিক ৪,৫৮৪ টাকার ইএমআই প্রদান করে কেনা যাবে। এছাড়া সিরিজের স্ট্যান্ডার্ড মডেল, Galaxy S22 -কেও ২৪ মাসের নো-কস্ট ইএমআই অফারের অধীনে কেনা যাবে।

অন্যদিকে, Samsung Galaxy Z Fold 3 5G এবং Galaxy Flip 3 5G স্মার্টফোনকেও দীর্ঘ ২৪ মাসের জন্য নো-কস্ট ইএমআই দিয়ে কেনা যাবে। উক্ত দুটি ডিভাইসই সংস্থার অন্যতম সেরা প্রিমিয়ার ফোল্ডেবল স্মার্টফোন। এক্ষেত্রে, স্যামসাংয়ের বিবৃতি অনুসারে, এই অফারের দৌলতে আরও বেশি সংখ্যক মানুষ এই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম স্মার্টফোনগুলিকে সস্তায় কিনতে সক্ষম হবেন।

প্রসঙ্গত, স্যামসাংয়ের তরফ থেকে নিয়ে আসা এই অফারটির লাভ ওঠাতে হলে, গ্রাহকের কাছে HDFC ব্যাঙ্কের কার্ড থাকা আবশ্যক। আর সবথেকে উল্লেখ্য বিষয়, কেনাকাটার সময় কোনো প্রকারের ডাউনপেমেন্ট করতে হবে না আপনাদের। জানিয়ে রাখি, এই প্রথম স্যামসাংয়ের পক্ষ থেকে Galaxy S22 সিরিজ, Galaxy Z Fold 3 5G এবং Galaxy Z Flip 3 5G মডেলের জন্য এমন একটি লোভনীয় বাম্পার অফার প্রযোজ্য করা হয়েছে।

সর্বোপরি, যেসকল গ্রাহকেরা Galaxy S22 Ultra স্মার্টফোন কিনবেন, তারা ১৫,১৯০ টাকা দামের Galaxy Watch 4 -কে মাত্র ২,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। এছাড়াও, Galaxy S22+ বা Galaxy S22 স্মার্টফোন খরিদ্দারীর ক্ষেত্রে ৯,৫৯৯ টাকা মূল্যের Galaxy Buds 2 স্মার্টফোনকে কেবল ২,৯৯৯ টাকায় পকেটস্থ করে নেওয়া যাবে।

Tags:    

Similar News