Samsung Galaxy Z Flip 3 Pokémon Edition: পোকেমন প্রেমীদের বড় উপহার দিতে চলেছে স্যামসাং

Update: 2022-04-19 17:41 GMT

জনপ্রিয় জাপানি ভিডিও গেম ও অ্যানিমে সিরিজ পোকেমন (Pokémon) ফ্যানদের জন্য স্যামসাং নিয়ে আসতে চলেছে এক বিশেষ চমক! আগামী ২৪ এপ্রিল দক্ষিণ কোরিয়ার বাজারে পা রাখতে চলেছে Samsung Galaxy Z Flip 3 Pokémon Edition। সংস্থাটি তাদের কোরিয়া শাখার ওয়েবসাইটে একটি প্রোমোশনাল ব্যানার প্রকাশ করে এই হ্যান্ডসেটের লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। এই বিশেষ সংস্করণের ফোল্ডেবল স্মার্টফোনটি পোকেমন পাউচ, পোকেমন কার্ড, পিকাচু স্টিকার সহ একটি কেস এবং পিকাচু কী চেইনের মতো বিভিন্ন রকমের পোকেমন কেন্দ্রিক অ্যাক্সেসরিজের সাথে বাজারে আসবে। অ্যাক্সেসরিজ ছাড়া, নতুন পোকেমন সংস্করণে গতবছর আগস্ট মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Galaxy Z Flip 3-এর মতো একই রকম স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy Z Flip 3 Pokémon Edition চলতি সপ্তাহেই আসছে বাজারে

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ পোকেমন এডিশন লঞ্চ করার জন্য স্যামসাংয়ের কোরিয়ান ওয়েবসাইটে একটি টাইমার চালু করা হয়েছে এবং এই টাইমারে সেট করা সময় অনুযায়ী এই বিশেষ সংস্করণের লঞ্চ ইভেন্টটি আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওয়েবসাইটের তালিকায় ফোনের দামের কোনও বিবরণ বা এমনকি এর কোনও স্পেসিফিকেশনও শেয়ার করা হয়নি। কিন্তু পুরো প্যাকেজের একটি চিত্র প্রকাশ করা হয়েছে, যা থেকে জানা যাচ্ছে এই ফোনটির সাথে একটি পিকাচু ক্লিয়ার কভার, একটি পোকেমন পাউচ, একটি পিকাচু কী চেইন, একটি পোক বল আকৃতির হোল্ডার এবং বেশ কয়েকটি কার্ড সহ একটি সকেট রয়েছে৷ যারা লেটেস্ট গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ পোকেমন এডিশন কিনতে আগ্রহী তারা স্যামসাং ওয়েবসাইটে "নোটিফাই মি" বাটনে ক্লিক করে এর লঞ্চ এবং উপলব্ধতা সংক্রান্ত সমস্ত আপডেটগুলি পেতে পারেন। যদিও সংস্থার তরফে এই স্মার্টফোন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটিতে পোকেমন থিম, রিংটোন এবং ওয়ালপেপার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয় ৮৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল ৮৮,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩- এর স্পেসিফিকেশন (Samsung Galaxy Z Flip 3 Specifications)

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এ রয়েছে ৬.৭ ইঞ্চির প্রাইমারি ফুল-এইচডি+ (১,০৮০x২,৬৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ২এক্স ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট অফার করে। আবার ফ্লিপ ফোনটির কভার বা আউটার ডিসপ্লেটির আকার ১.৯ ইঞ্চি। এই ডিভাইসটি ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy Z Flip 3- এ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দ্বারা পরিচালিত একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Z Flip 3- এ ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৩০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্যামসাং ফোনের ব্যাটারিতে কোয়ালকমের কুইক চার্জ ২.০-ও সাপোর্ট করে। এছাড়া এতে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে।

Tags:    

Similar News