ভারতে কত দামে পাওয়া যাবে Samsung Galaxy Z fold 4, Galaxy Z Flip 4, জেনে নিন

Update: 2022-08-16 08:15 GMT

গত ১০ আগস্ট অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2022) লঞ্চ ইভেন্টে, Samsung তাদের Galaxy Z সিরিজের অধীনে দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়েছে। এগুলি হল Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4। এই বহুল প্রত্যাশিত হ্যান্ডসেটগুলি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে এসেছে। Galaxy Z Fold 4 এবং Z Flip 4 ইতিমধ্যেই ভারতে প্রি-রিজার্ভেশনের জন্য উপলব্ধ রয়েছে। যদিও, এদেশে এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি দাম এখনও প্রকাশ করেনি স্যামসাং। তবে, এখন একটি নতুন রিপোর্টের মাধ্যমে এই নয়া ফোল্ডেবল হ্যান্ডসেটগুলির সম্ভাব্য মূল্য সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক, কত দামে Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4-কে পকেটস্থ করতে পারবেন ভারতীয় ক্রেতারা।

ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর সম্ভাব্য মূল্য (Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 Expected Price in India)

স্যামসাং দ্বারা আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই, আইএএনএস (IANS) একটি সাম্প্রতিক রিপোর্টে নবাগত স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর ভারতীয় মূল্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, এদেশে জেড ফ্লিপ ৪-এর দাম রাখা হবে ৯০,০০০ টাকা এবং জেড ফোল্ড ৪-এর দাম হবে ১.৫৫ লক্ষ টাকা। গত বছর পূর্বসূরি গ্যালাক্সি ফ্লিপ ৩ ৫জি (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) এবং গ্যালাক্সি ফোল্ড ৩ ৫জি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) যথাক্রমে ৮৪,৯০০ টাকা এবং ১,৪৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়। ফলে দেখা যাচ্ছে যে, ডিভাইসগুলির দাম পূর্বসূরির তুলনায় মডেল প্রতি প্রায় ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। স্যামসাংয়ের লেটেস্ট ফোল্ডেবল ডিভাইসগুলির দাম বাড়ার কারণ হিসেবে রুপি-ডলারের ওঠানামা এবং গ্লোবাল মার্কেট ফ্যাক্টর গুলিকে দায়ী করা হচ্ছে।

প্রসঙ্গত স্যামসাং ইতিমধ্যেই জানিয়েছে, যে সমস্ত গ্রাহকরা আজ, অর্থাৎ ১৬ অগাস্ট দুপুর ১২টা থেকে ১৭ অগাস্ট মধ্যরাত পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com)-এ লাইভ কমার্স ইভেন্টের মাধ্যমে Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4-এর প্রি-অর্ডার করবেন, তারা ৪০,০০০ টাকারও বেশি মূল্যের সুবিধা পাবেন।

উল্লেখ্য, Samsung Galaxy Z Flip 4 Bespoke Edition এবং Galaxy Z Fold 4-এর ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টটি শুধুমাত্র স্যামসাং লাইভে উপলব্ধ রয়েছে। এছাড়া, যে সমস্ত আগ্রহী ক্রেতারা Galaxy Z Flip 4 Bespoke Edition-এর প্রি-অর্ডার করবেন তারা পূর্বে উল্লিখিত অফারগুলি ছাড়াও বিনামূল্যে ২,০০০ টাকা দামের একটি স্লিম ক্লিয়ার কভারও পেয়ে যাবেন।

Tags:    

Similar News