লক্ষ লক্ষ Samsung স্মার্টফোনে বড়সড় সিকিউরিটি ত্রুটি, বিপদে না পড়তে চাইলে এই কাজ করুন

By :  SUPARNAMAN
Update: 2022-02-24 13:15 GMT

ফোনের নিরাপত্তার বিষয়ে সর্বদা সজাগ থাকলেও এবার সিকিউরিটি দুর্বলতা সহ স্মার্টফোন সরবরাহের অভিযোগ উঠলো জনপ্রিয় ব্র্যান্ড Samsung -এর বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিণ কোরীয় এই স্মার্টফোন প্রস্তুতকারকের নজর এড়িয়ে তাদের কিছু নির্বাচিত মডেলের ডিভাইসে গুরুত্বপূর্ণ সিকিউরিটি ত্রুটি থেকে যায়। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রথম এই সিকিউরিটি ত্রুটিগুলি চিহ্নিত করেন। এর ফায়দা উঠিয়ে হ্যাকারেরা Samsung ডিভাইস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বলে তারা জানিয়েছেন।

হার্ডওয়্যারগত সমস্যার কারণেই দেখা দিয়েছে সিকিউরিটি ত্রুটি

স্যামসাংয়ের নির্বাচিত স্মার্টফোনে উপস্থিত সিকিউরিটি দুর্বলতা সম্পর্কে তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের বক্তব্য SamMobile সহ আরো একাধিক সংবাদ সংস্থার রিপোর্টে উঠে এসেছে। জানা গিয়েছে সিকিউরিটি ত্রুটির দ্বারা আক্রান্ত স্মার্টফোনের তালিকায় রয়েছে Samsung Galaxy S8, Galaxy S9, Galaxy S10, Galaxy S20 এবং Galaxy S21 ডিভাইস। গবেষক দলের মতে, ক্রিপ্টোগ্রাফিক কি (Cryptographic Key) ব্যবস্থাপনায় হার্ডওয়্যারগত সমস্যার কারণেই উপরের ডিভাইসগুলিতে আলোচ্য দুর্বলতা দেখা দিয়েছে। তাছাড়া রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে গবেষকেরা ফোনগুলিতে ক্রিপ্টোগ্রাফিক ডিজাইন এবং কোড স্ট্রাকচারের ত্রুটি লক্ষ্য করেছেন। এজন্যেও তারা সিকিউরিটি সমস্যার শিকার হয়েছে যা গবেষকদের বক্তব্যে উঠে এসেছে।

স্যামসাং ডিভাইসের সুরক্ষাগত আলোচ্য দুর্বলতা সম্পর্কে গবেষকেরা ইউজারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে যে কোনো মুহূর্তে এই দুর্বলতার পথ দিয়ে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকার ও অন্যান্য সাইবার অপরাধীদের কাছে পৌঁছে যেতে পারে। এক্ষেত্রে হার্ডওয়্যারের সমস্যা থাকায় ডিভাইসগুলি ইউজারের গোপন তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হচ্ছে বলে গবেষকদের অভিমত। এহেন পরিস্থিতিতে তারা ব্যবহারকারীদের সমস্যা থেকে রেহাই পাওয়ার সবথেকে ভালো উপায় বলে দিয়েছেন।

সিকিউরিটি সমস্যা থেকে রেহাই পেতে যা করণীয়

গবেষকদের বক্তব্য অনুযায়ী সিকিউরিটি দুর্বলতা সত্ত্বেও নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখতে আগ্রহীরা স্যামসাংয়ের নতুন সিকিউরিটি প্যাচ আপডেট ডাউনলোড করতে পারেন। উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে স্যামসাং এই সংক্রান্ত প্রথম আপডেট রোলআউট করে। এরপর সমস্যার সমাধানে সংস্থাটিকে আরো কিছু আপডেট প্রকাশ্যে আনতে দেখা যায়। তাই এগুলি ডাউনলোডের মাধ্যমে নিজের স্যামসাং স্মার্টফোনকে সম্পূর্ণ আপটুডেট রাখাটাই যে ব্যবহারকারীদের পক্ষে সবথেকে উপযুক্ত হবে, সেটাও গবেষকেরা জানিয়েছেন। এজন্য আগ্রহীরা ফোনের 'Settings' বিভাগে গিয়ে Software ভার্সন পরখ করতে পারেন। সফটওয়্যারের সংস্করণ পুরনো হলে সেক্ষেত্রে তারা নয়া আপডেট ডাউনলোডের মাধ্যমে দুর্ভাবনা মুক্ত হতে পারেন।

Tags:    

Similar News