Sony PlayStation 5 এর দামে বিরাট পরিবর্তন, এখন কিনতে গেলে কত খরচ হবে জেনে নিন

By :  SUMAN
Update: 2022-11-07 08:02 GMT

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যে Sony তাদের PlayStation 5 এর দাম বাড়ালো। PS5 এর সমস্ত মডেলের (অক্টিক্যাল, ডিস্ক ও ডিজিটাল এডিশন) দাম ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই শপঅ্যাটসনিসেন্টার (ShoptatSonyCenter) তাদের ওয়েবসাইটে নতুন দামে মডেলগুলিকে তালিকাভুক্ত করেছে। PS5 এর অক্টিক্যাল বা ডিস্ক মডেল কেনার জন্য খরচ করতে হবে ৫৪,৯৯০ টাকা। আর ডিজিটাল এডিশনের নতুন দাম হয়েছে ৪৯,৯৯০ টাকা।

এর অর্থ Horizon Forbidden West, Gran Turismo 7, এবং আসন্ন God of War Ragnarok -এর মতো PS5 বান্ডিলগুলি কিনতে আরও বেশি ব্যায় করতে হবে। TweakTown -এর রিপোর্ট অনুসারে, Sony বলেছে যে তারা দাম বাড়ার কারণে প্রডাক্টগুলির চাহিদা কম হবে বলে মনে করছে না।

ভারতে PS5 এর দাম বাড়ায় বিক্রিতে প্রভাব পড়তে পারে

সনির প্লে স্টেশান ৫ ভারতে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। সাপ্লাই চেনের সমস্ত সমস্যা কাটিয়ে এখন এই গেম কনসোলের বিক্রি ঊর্ধ্বমুখী। লঞ্চের পর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ২৫ মিলিয়ন পিএস৫ বিক্রি হয়েছে বলে জানা গেছে। যেখানে পিএস৪ সব মিলিয়ে ২৯.৪ মিলিয়ন বিক্রি হয়েছিল। কিন্তু হঠাৎ করে পিএস৫ এর দাম বৃদ্ধি, এর বিক্রিতে প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে।

Tags:    

Similar News