Tata Motors: দামি হল টাটার গাড়ি, আজ থেকে দেশে নতুন দাম কার্যকর
টাটা মোটরস (Tata Motors) ভারতে তাদের যাত্রী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল। মুল্যবৃদ্ধির সিদ্ধান্তের জন্য কাঁচামালের দাম মাথাচাড়া দেওয়াকে দায়ী করেছে তারা। ভ্যারিয়েন্ট ও মডেল অনুযায়ী টাটার গাড়ির দাম বেড়েছে ১.১%। আজ, ২৩ এপ্রিল, শুক্রবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।
প্রসঙ্গত, গত জানুয়ারিতেও এক প্রস্থ গাড়ির দাম বাড়িয়েছিল টাটা। সে সময় ০.৯ শতাংশ দামি হয়েছিল টাটার প্যাসেঞ্জার গাড়ি। এবারের মতো সেবারও কাঁচামালের দামবৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে কারণ হিসাবে দেখিয়েছিল সংস্থাটি।
এ দিকে টাটার ইলেকট্রিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে। সংস্থার Nexon EV বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক যাত্রী গাড়ি। সম্প্রতি এক দিনে ১০১টি ব্যাটারিচালিত গাড়ি ক্রেতাদেরকে ডেলিভারি দিয়ে রেকর্ড গড়েছে তারা। চেন্নাইয়ে এক ইভেন্টে ওই কৃতিত্ব অর্জন করেছে টাটা।
খবরটি সোশ্যাল মিডিয়া মারফত ভাগ করে নেওয়া হয়েছে। টাটা লিখেছে, "আমরা ১০১টি ইলেকট্রিক ভেহিকেল (৭০টি নেক্সন ইভি ও ৩১টি টিগর ইভি) চেন্নাইয়ের একটি বিতরণী অনুষ্ঠানে সাফল্যের সহিত ডেলিভারি দিয়েছি। তামিলনাড়ুতে এর আগে এক দিনে এত সংখ্যক বৈদ্যুতিক গাড়ির চাবি কোনও সংস্থা গ্রাহকদের হাতে তুলে দিতে পারেনি।