Tata বৈদ্যুতিক ট্রাক ও বাস আনছে, ফ্লিপকার্ট, অ্যামাজনের সাথে চুক্তি প্রায় পাকা, 5350 কোটি টাকা আয়ের লক্ষ্য
বর্তমানে ভারতে বৈদ্যুতিক যাত্রী গাড়ির বাজারে একচেটিয়া আধিপত্য চলছে Tata Motors (টাটা মোটরস)-এর। প্যাসেঞ্জার সেগমেন্টের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে এবার ইলেকট্রিক কমার্শিয়াল গাড়ির বাজারে পা রাখার পরিকল্পনা করছে সংস্থাটি। টাটার মতে, ইলেকট্রিক প্যাসেঞ্জার ভেহিকেল ক্যাটাগরি থেকে বিদ্যুৎচালিত বাণিজ্যিক গাড়ির বাজারে তাদের আত্মপ্রকাশ আরও জোরদার হবে।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে ইলেকট্রিক বাস ও ট্রাক বেচে ৫০০-৭০০ মিলিয়ন মার্কিন ডলার আয় হবে বলে মনে করছে টাটা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৮০০ কোটি থেকে ৫,৩৫০ কোটি টাকা৷ সম্প্রতি সবচেয়ে কম দর হেকে কেন্দ্রকে ৫,৫০০টি ইলেকট্রিক বাস জোগানের টেন্ডার হাতে পেয়েছে সংস্থাটি। যার মূল্য ৩ হাজার কোটি টাকার বেশি।
আবার ফ্লিপকার্ট, অ্যামাজন, বিগবাস্কেটের মতো ই-কমার্স সংস্থা এবং ডেলিভারি-সহ বিভিন্ন লজিটিক্স প্রতিষ্ঠানের সঙ্গে শীঘ্রই মৌ সাক্ষর করতে চলেছে টাটা। সংস্থাটি এস মিনি ট্রাকের ১৫,০০০-২০,০০০ ইউনিট ইলেকট্রিক সংস্করণ সরবরাহ করবে বলে মনে করা হচ্ছে। যার মূল্য হতে পারে ১৫০ মিলিয়ন থেকে ২০০ মিলিয়ন ডলার (প্রায় ১১৪৮ কোটি- ১৫৩১ কোটি টাকা)।
প্রসঙ্গত, টাটা গোষ্ঠীর অর্ন্তগত প্রতিটি সংস্থা টাটা মোটরসের বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন, তা সফল করতে উঠেপড়ে লেগেছে। টাটা অটোকম্প, টাটা কেমিক্যালস, টাটা টেকনোলজিস, টাটা এলক্সসি, এবং টাটা কনসালটেন্সি সার্ভিস সফটওয়্যার ও বিভিন্ন পরিষেবার উন্নয়ন ও যোগানের উপরে কাজ করে চলেছে।