Tata Nexon EV Max: টাটার নতুন ইলেকট্রিক গাড়ি বুক করলে কবে ডেলিভারি পাবেন, একচার্জে চলবে কতদূর, রইল তথ্য
গত সপ্তাহেই জাঁকজমকপূর্ণভাবে বাজারে পা রেখেছে ভারতের সর্বাধিক জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি টাটা নেক্সন ইভি-র নতুন মডেল Tata Nexon EV Max। এরই মধ্যে কেবল মুম্বই থেকে গাড়িটির ২০০ বুকিং এসেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যারা বুকিং করেছেন, গাড়িটি ডেলিভারি পেতে তাঁদের ক’দিন অপেক্ষা করতে হবে? জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হচ্ছে৷ তবে গাড়িটির ওয়েটিং পিরিয়ড অন্তত মাস চারেক বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পুরনো Tata Nexon EV-এর অপেক্ষার মেয়াদ এখন ছ’মাস।
নেক্সন ইভি ম্যাক্স XZ+ ও XZ+ Lux ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। দাম ১৭.৭৪ লক্ষ টাকা থেকে ১৯.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। এতে ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ও ১৪৩ বিএইচপি ক্ষমতা ও ২৫০ এনএম টর্ক উৎপাদন সক্ষম ইলেকট্রিক মোটর রয়েছে। সাধারন মডেলের তুলনায় আউটপুট ১৪ বিএইচপি ও ৫ এনএম বেশি। ০-১০০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে ৯ সেকেন্ড সময় লাগে।
গাড়িটির রেঞ্জ ৪৩৭ কিমি। তবে বাস্তবিক পরিস্থিতিতে ৩০০ কিমির কাছাকাছি রেঞ্জ মিলতে পারে। আগের চেয়ে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও নেক্সন ইভি ম্যাক্সের বুট স্পেস আগের মতোই ৩৫০ লিটার রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটির চাইতে ম্যাক্স ভার্সনের ওজন ১০০ কেজি বেশি। বাড়তি ওজন বহন করার জন্য এর ডাম্পার এবং স্প্রিং আরও শক্তপোক্ত। এসব করতে গিয়োগ্রাউন্ড ক্লিয়ারেন্স ১০ মিমি কমে গিয়েছে।
নেক্সন ইভি ম্যাক্সের সাথে একটি ৩.৩ কিলোওয়াট আওয়ার পোর্টেবল চার্জার স্ট্যান্ডার্ড হিসেবে মিলবে। যার মাধ্যমে গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে ১৫-১৬ ঘন্টা সময় লাগবে। তবে অতিরিক্ত মূল্যে কেনা যাবে ৭.২ কিলোওয়াট আওয়ার পোর্টেবল চার্জার, যা দিয়ে ব্যাটারিটি ৫-৬ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার গাড়িটি ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ফলে ৫৬ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। নেক্সন ইভি ম্যাক্সের উপরে ৮ বছর / ১,৬০,০০০ কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়ার ঘোষণা করেছে টাটা।