মাত্র ২৪৯ টাকায় দেখা যাবে ২০৩টি চ্যানেল! স্বাধীনতা দিবস উপলক্ষে Tata Play আনল বিশেষ প্ল্যান
একথা আমাদের সকলেরই জানা যে, ভারতে ডাইরেক্ট-টু-হোম বা DTH (ডিটিএইচ) পরিষেবা প্রদানকারী জনপ্রিয় কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি হল Tata Sky (টাটা স্কাই); প্রায় দুই দশকের কাছাকাছি সময় ধরে এটি ভারতীয়দের মনোরঞ্জন করে আসছে। চলতি বছরের শুরুর দিকে ১৮ বছরের পুরোনো ব্র্যান্ডনেমকে বদলে নতুন Tata Play (টাটা প্লে) নাম নিয়ে সংস্থাটি মার্কেটে অবতীর্ণ হয়েছে। কিন্তু নাম বদলালেও কোম্পানিটির ব্যবসায়িক স্ট্র্যাটেজি আগের মতোই রয়েছে, গ্রাহকদের সুবিধার্থে তারা প্রায়শই একের পর এক নজরকাড়া অফার মার্কেটে নিয়ে আসছে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর বলছে, আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে Tata Play ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। আসুন সেটির সম্পর্কে একটু বিশদে জেনে নিই।
২৪৯ টাকা খরচ করলেই দেখা যাবে ২০৩টি চ্যানেল
এ বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেনাকাটার বাজার এখন রীতিমতো জমজমাট। এই আনন্দমুখর পরিস্থিতিতে চলতি সময়ে প্রতিটি সংস্থাই ইউজারদের জন্য নানাবিধ আকর্ষণীয় অফার নিয়ে হাজির হচ্ছে, আর টাটা প্লেও এর ব্যতিক্রম নয়। এই খুশির উৎসবকে উপলক্ষ করে কোম্পানিটি একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যার সুবাদে গ্রাহকরা স্টার (Star), সোনি (Sony), কালারস (Colors) এবং জি (Zee)-র চ্যানেলসহ মোট ২০৩টি চ্যানেল মাত্র ২৪৯ টাকায় দেখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে ২৫০ টাকারও কম খরচে এই দুর্দান্ত অফার পেয়ে ইউজাররা যে খুশিতে মাতোয়ারা হতে বাধ্য, সেকথা বলাই বাহুল্য।
উল্লেখ্য যে, টাটা প্লে উক্ত প্ল্যানটির নাম দিয়েছে 'হিন্দি মহাবাচত প্যাক' (Hindi Mahabachat Pack)। এর আওতায় মাত্র ২৪৯ টাকায় স্টার প্লাস (Star Plus), সেট (SET), কালারস (Colors), জি টিভি (Zee TV), স্টার গোল্ড (Star Gold), সোনি ম্যাক্স (Sony Max), জি সিনেমা (Zee Cinema), কালারস সিনেপ্লেক্স (Colors Cineplex), আজ তক (Aaj Tak), এনডিটিভি (NDTV) সহ মোট ২০৩টি চ্যানেল দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এদিকে এই দুর্দান্ত প্ল্যানটির সম্পর্কে গ্রাহকদেরকে অবগত করতে সংস্থাটি একটি বিজ্ঞাপনও পেশ করেছে, যেটির হিন্দি ভার্সনে করিনা কপূর (Kareena Kapoor) ও সইফ আলি খান (Saif Ali Khan) এবং দক্ষিণ ভারতীয় সংস্করণে মাধবন (Madhavan) এবং প্রিয়ামণি (Priyamani)-কে দেখা যাবে।
সকলেই এই অফারটির ফায়দা ওঠাতে পারবেন
আপনাদেরকে জানিয়ে রাখি, এই নতুন প্যাকটি ভারতের সমস্ত বিদ্যমান এবং নতুন গ্রাহকদের জন্য উপলব্ধ। ইউজাররা তাদের নিকটতম Tata Play বিক্রেতার কাছে গিয়ে অথবা www.Tataplay.com ওয়েবসাইট মারফত নতুন মহাবাচত প্যাকগুলির সুবিধা উপভোগ করতে পারবেন। বিদ্যমান সদস্যরা Tata Play-র মোবাইল অ্যাপে 'মহাবাচত ওয়ালে প্যাক' (MahaBachat Wale Pack) অপশনে এই প্ল্যানটির হদিশ পাবেন। এই নতুন অফারটির প্রসঙ্গে Tata Play-র এমডি ও সিইও হরিত নাগপাল (Harit Nagpal) বলেছেন, মানুষের জীবনের একটি মৌলিক চাহিদা হল বিনোদন। কিন্তু চলতি সময়ে চরম মূল্যবৃদ্ধির কারণে খরচ কমিয়ে অনেকেই নিজেদের মনোরঞ্জনের সঙ্গে আপোষ করতে বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে স্বাধীনতা অফারটি ইউজারদের অনেকটা সুবিধা তো দেবেই, তাছাড়া সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত পরিষেবা দিতে Tata Play সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ, তাই সংস্থাটি নিশ্চিতভাবে আগামী দিনেও এরকমই নানাবিধ চমকপ্রদ অফার নিয়ে মার্কেটে হাজির হবে।