TCL আনল ৪৩ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাইজের নতুন তিনটি Smart TV সিরিজ
TCL ভারতের বাজারে এক সঙ্গে তিন-তিনটি নতুন স্মার্ট টিভি সিরিজ ঘোষণা করলো। এই টিভি মডেলগুলিকে ডলবি ল্যাবরেটরিজ এবং গুগলের সাথে অংশীদারিত্বে লঞ্চ করা হয়েছে। এই নতুন সিরিজগুলি হল - TCL C835: 144Hz VRR New Generation Mini LED 4K Google TV, C635 Gaming QLED 4K TV এবং P735 4K HDR Google TV। আলোচ্য সিরিজের টেলিভিশনগুলি একাধিক উল্লেখযোগ্য ডিসপ্লে ও অডিও ফিচার সহ এসেছে। যেমন এগুলিতে, ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের সমর্থন পাওয়া যাবে, যা একটি টিভির জন্য সর্বোচ্চ VRR রেট। এছাড়া, IMAX এনহ্যান্স, MEMC, ডলবি ভিশন ইত্যাদি ডিসপ্লে ফিচার উপলব্ধ। আর উৎকর্ষমানের অডিও অফারের জন্য থাকছে ডলবি অ্যাটমস এবং ওঙ্কিও সাউন্ড সিস্টেম। সর্বোপরি, প্রি-বুকিং অফারের অধীনে উক্ত টিভি গুলিকে কিনলে ১০,৯৯০ টাকার একটি সাউন্ডবার এবং ২,৯৯৯ টাকা প্রাইজ ট্যাগ সহ আসা একটি ভিডিও কল ক্যামেরা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। চলুন এবার TCL এর টিভি সিরিজগুলির দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…
TCL C835 : New Generation Mini LED 4K Google TV সিরিজ
টিসিএল সি৮৩৫ সিরিজ অন্তর্গত টিভিগুলি - ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR), আইম্যাক্স এক্সহ্যান্স (IMAX Enhanced), ডলবি ভিশন আইকিউ (Dolby Vision IQ), এইচডিআর ১০+ (HDR 10+), মোশন এস্টিমেশন মোশন কম্পেনসেশন (MEMC), এইচডিএমআই ০২.১ (HDMI 02.1) ফিচার সমর্থন করে। আবার দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য ১২০ ফ্রেম পার সেকেন্ড (fps) রেটের উন্নত পিকচার কোয়ালিটি অফার করা হবে এই সিরিজে। অডিও ফ্রন্টের কথা বললে, এতে ওঙ্কিও (Onkyo) অডিও এবং ডলবি অ্যাটমস (Dolby Atmos) টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সিরিজটি গুগল টিভি দ্বারা সমর্থিত।
দাম : TCS C835 স্মার্টটিভি সিরিজকে ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি এবং ৭৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের সাথে নিয়ে আসা হয়েছে। এগুলির দাম যথাক্রমে - ১,১৯,৯৯০ টাকা, ১,৫৯,৯৯০ টাকা এবং ২,২৯,৯৯০ টাকা ধার্য করা হয়েছে।
TCL C635 Gaming QLED 4K TV সিরিজ
টিসিএল সি৬৩৫ গেমিং কিউএলইডি ৪কে টিভি সিরিজের সাথে - ওয়াইড কালার গ্যামেট, ৪কে এইচডিআর, মোশন এস্টিমেশন মোশন কম্পেনসেশন (MEMC), এইচডিআর ১০+ টেকনোলজির পাশাপাশি ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমোসের সমর্থনও পাওয়া যাবে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে মডেলগুলিতে - ডলবি অ্যাটমস এবং ওঙ্কিও সমর্থিত সাউন্ড সিস্টেম উপলব্ধ। যদিও সিরিজটির প্রসেসর ভার্সন, র্যাম এবং স্টোরেজ ক্যাপাসিটি সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে আনেনি টিসিএল।
দাম : TCL C635 সিরিজের অধীনে মোট ৫টি ডিসপ্লে ভ্যারিয়েন্ট এসেছে, যথা : ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি, ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি এবং ৭৫-ইঞ্চি। উল্লেখিত ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে - ৪৪,৯৯০ টাকা, ৫৪,৯৯০ টাকা, ৬৪,৯৯০ টাকা, ৮৫,৯৯০ টাকা এবং ১,৪৯,৯৯০ টাকা রাখা হয়েছে।
TCL P735 4K HDR Google TV সিরিজ
টিসিএল পি৭৩৫ ৪কে এইচডিআর গুগল টিভি সিরিজেও - ওয়াইড কালার গ্যামেট, ৪কে এইচডিআর, মোশন এস্টিমেশন মোশন কম্পেনসেশন (MEMC), ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে।
দাম : TCL P735 সিরিজকে ৪টি ভিন্ন ডিসপ্লে সাইজের মডেলের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৪৩-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্ট ৩৫,৯৯০ টাকায়, ৫০-ইঞ্চি ডিসপ্লে অপশন ৪১,৯৯০ টাকায়, ৫৫-ইঞ্চি ডিসপ্লে মডেলটি ৪৯,৯৯০ টাকায় এবং ৬৫-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্ট ৬৯,৯৯০ টাকায় উপলব্ধ।