Tecno Camon 19 Pro 5G দুর্দান্ত ক্যামেরা ও ফিচার সহ 10 আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন

Update: 2022-08-08 14:57 GMT

টেকনো (Tecno) সাধারণত তাদের ক্যামেরা-কেন্দ্রিক Camon সিরিজের অধীনে অত্যাধুনিক ফটোগ্রাফি ফিচার এবং উন্নত ক্যামেরা সেটআপ যুক্ত ডিভাইসগুলি বাজারে লঞ্চ করে থাকে। ব্র্যান্ডটি এবার এই সিরিজের অধীনে উন্মোচন করতে চলেছে নতুন Tecno Camon 19 Pro 5G হ্যান্ডসেটটি। আজ (৮ আগস্ট) টেকনো তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে, আগামী ১০ আগস্ট এই নয়া হ্যান্ডসেটটি এদেশের বাজারে পা রাখবে। পাশাপাশি সংস্থা Camon 19 Pro 5G-এর একটি টিজারও প্রকাশ করেছে, যা নির্দেশ করে যে, এটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে আসবে। প্রসঙ্গত, টেকনো গত জুন মাসে Camon 19 Pro-এর পাশাপাশি বিশ্বের কিছু নির্বাচিত বাজারে Camon 19 Pro 5G মডেলটি উন্মোচন করেছে। এটি MediaTek Dimensity 810 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও, এই ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ হাইলাইটগুলির মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Tecno Camon 19 Pro 5G ভারতে আসছে চলতি সপ্তাহেই

টেকনো ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে নিশ্চিত করেছে যে, ভারতে টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি লঞ্চ হবে আগামী ১০ আগস্ট। লঞ্চের আগে, ব্র্যান্ডের তরফে সক্রিয়ভাবে তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ফোনের কিছু প্রধান স্পেসিফিকেশন টিজ করা হয়েছে। এটি একটি ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং ০.৯৮ মিলিমিটার পাতলা বেজেল অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে, স্মার্টফোনটির লঞ্চ ইভেন্টের সময় এবং এর ভারতীয় মূল্য সম্পর্কে এখন কিছু জানানো হয়নি।

https://twitter.com/TecnoMobileInd/status/1556211044959133697

জানিয়ে রাখি, গত জুন মাসে টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৩২০ ডলার (প্রায় ২৫,০০০ টাকা) মূল্যে বিশ্বের কিছু নির্বাচিত বাজারে উন্মোচন করা হয়েছিল। আশা করা হচ্ছে, আপকামিং ভারতীয় ভ্যারিয়েন্টের দামটিও গ্লোবাল মডেলটির মতোই হবে।

টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Tecno Camon 19 Pro 5G Expected Specifications)

টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি এর ভারতীয় ভ্যারিয়েন্টটি গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪৬০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল ডিজাইনও দেখা যায়। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত, যার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এই টেকনো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Tecno Camon 19 Pro 5G-এর ব্যাক প্যানেলে আরজিবিডাব্লিউ+জি+পি ১/১.৬ অ্যাপারচার লেন্সের সাথে যুক্ত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে। এছাড়া, এই ক্যামেরা ইউনিটে ম্যাক্রো এবং বোকেহ শটের জন্য দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরাও অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 19 Pro-তে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News