Tecno Phantom X চলতি মাসে ডুয়েল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, থাকবে আরও অনেক তাক লাগানো ফিচার

Update: 2022-04-25 14:46 GMT

গত বছর স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ঘোষণা করেছিল যে তারা খুব শীঘ্রই ভারতে Tecno Phantom X নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। যদিও এরপর থেকে ফোনটি সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায়নি। তবে এখন এই ডিভাইসের মাইক্রোসাইটটি ই-কমার্স প্ল্যাটফর্ম, অ্যামাজন (Amazon)-এ লাইভ হয়েছে, যা হ্যান্ডসেটটির দ্রুত লঞ্চের দিকে ইঙ্গিত দিচ্ছে৷ যদিও অ্যামাজনের তালিকাটি এখনও এদেশে স্মার্টফোনটি দাম এবং এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখটি প্রকাশ করেনি। তবে এর আগে এক সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, Tecno Phantom X চলতি বছরের এপ্রিল মাসে অর্থাৎ এ মাসেই ভারতীয় বাজারে উন্মোচিত হবে৷ তাই আশা করা যায় এ সপ্তাহের শেষের দিকে ভারতে স্মার্টফোনটি উন্মোচন করা হবে৷ উল্লেখ্য, টেকনো ব্র্যান্ডটি তাদের সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটগুলির জন্যই বেশি পরিচিত, তবে Tecno Phantom X কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন সহ একটি হাই-মিড রেঞ্জের হ্যান্ডসেট হিসেবে আসতে চলেছে।

টেকনো ফ্যান্টম এক্স- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Tecno Phantom X Expected Specifications)

টেকনো ফ্যান্টম এক্স ফোনে থাকবে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা সহ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। নিরাপত্তার জন্য এটিতে একটি ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডুয়েল ফ্রন্ট ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেখতে পাওয়া যাবে। টেকনো ফ্যান্টম এক্স মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে।

ফটোগ্রাফির জন্য Tecno Phantom X- এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর উপস্থিত থাকতে পারে। আবার ফোনের সামনে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। Tecno Phantom X স্টারি নাইট ব্লু এবং মনেট সামার- এই দুটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, আপকামিং টেকনো স্মার্টফোনটি একটি বড় ৪,৭০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

Tags:    

Similar News