লাল-সাদা রঙের ছোঁয়ায় বদলে গেল Royal Enfield এর বাইক, দেখলেই কিনতে ইচ্ছা করবে

By :  SUMAN
Update: 2023-02-01 10:57 GMT

যে কোনো ধরনের মডিফিকেশনের জন্য রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মোটরসাইকেলগুলি যে আদর্শ, সে কথা সকলেরই কমবেশি জানা। আবার অনেকেই কেবলমাত্র কাস্টমাইজ করানোর জন্য এই সংস্থার বাইক বেছে নেন। যার মধ্যে অন্যতম মডেল হল Royal Enfield Interceptor 650। বাইকটির বহুমুখী প্ল্যাটফর্মের কারণে কাস্টমাইজেশনের জন্য সর্বাধিক উপযুক্ত মডেল এটি।

এবারে ওই মোটরবাইকটির নতুন রূপদান করে সকলকে তাক লাগালো হায়দ্রাবাদের বহুল পরিচিত এইমোর কাস্টমস (Eimor Customs)। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমাইজড রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০-এর আরবি ভাষায় নামকরণ করেছে “আফরা” (Afra)। যার অর্থ সাদাটে লাল। মোটরসাইকেলটি দেখলেই এমন নামকরণের কারণ সম্পর্কে আন্দাজ করা যায়।

Interceptor 650-এর মডিফায়েড মডেলটি সাদা এবং লাল রঙের পেইন্ট স্কিম দ্বারা শোভিত করা হয়েছে। বাইকটির ফ্রেমে লাল এবং ইঞ্জিন ব্ল্যাকড আউট করা। তেলের ট্যাঙ্কে সাদা রঙ এবং তার উপর লাল রঙে ইংরেজি 'এ' অক্ষর লেখা হয়েছে সিটের আকার ছোট করা হয়েছে যার চতুর্দিক লাল রঙের পাইপিংথ দ্বারা আবৃত। এছাড়া এতে একটি স্টেনলেস স্টিলের কাস্টম মেড এগজস্ট পাইপের দেখা মিলেছে। আপসোয়প্ট ডিজাইনের বদলে এটি এখন একদম সোজা।

বাইকটির হেডার তাপ-প্রতিরোধক টেপ দ্বারা মোড়ানো। সামনে গ্রিল সহ হলুদ রঙের একটি হেডলাইট, টার্ন সিগনাল এবং টেলল্যাম্প আছে। বাইকটিতে আবার সিঙ্গেল পড ইউনিট সহ একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত হয়েছে।

এইমোর কাস্টমস তাদের Interceptor 650-এ গোল্ডেন কালারের ইউএসডি ফ্রন্ট ফর্ক দিয়েছে। এছাড়া বাইকটি পিরেলি স্করপিয়ন র‍্যালি টায়ার সমেত এসেছে। তবে ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই একটি ৬৪৮ সিসি এয়ার কুল্ড মিলে ছুটবে বাইকটি। ৬-স্পিড ট্রান্সমিশন সহ ইঞ্জিনটি থেকে ৪৬ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে।

Tags:    

Similar News