Upcoming New Bikes: 2023-এ বাজারে পা রাখছে এই দশ বাইক, আপনি কিনবেন কোনটা

By :  techgup
Update: 2022-12-18 16:52 GMT

বিশ্বের দরবারে সবচেয়ে বড় টু-হুইলার মার্কেট হিসেবে বেশ কিছুকাল আগেই স্বীকৃতি পেয়েছে আমাদের এই ১৩৫ কোটির দেশ ভারতবর্ষ। বিগত কয়েক বছর ধরেই এই সেক্টরে আমাদের দেশ বেশ সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি করতে পেরেছে। দু-চাকার বিক্রিও বেড়েছে লক্ষণীয়ভাবে। সেই কারণেই এদেশের এই লাভজনক বাজারকে পাখির চোখ করে এগোতে চাইছে দেশীয় বিদেশী সব টু-হুইলার নির্মাতাই। নতুন বছরেই তাই একগুচ্ছ মোটরসাইকেল লঞ্চ হওয়ার অপেক্ষায় রয়েছে।

রয়্যাল এনফিল্ডতো কয়েক মাসের মধ্যেই ৬৫০ সিসির দুটি ক্রুজার বাইক আনার পরিকল্পনা নিয়ে ফেলেছে। এমনকি জাপানের সংস্থা ইয়ামাহার (Yamaha) হাত ধরে এদেশে পা রাখবে ২৫০ সিসির এডভেঞ্চার বাইক। পাশাপাশি পিছিয়ে নেই তামিলনাড়ু কেন্দ্রিক দেশীয় সংস্থা টিভিএস। তাদের পরিকল্পনায় রয়েছে Apache RR 310-র নেকেড ভার্সন। এখানেই শেষ নয়, Ducati, Triumph, Aprilia এবং Kawasaki এর মত প্রিমিয়াম বাইক নির্মাতারাও সামনের বছরেই বেশ কয়েকটি মোটরবাইক আনার চিন্তাভাবনা করে ফেলেছেন। কী কী নতুন বাইক আসতে পারে সামনের বছরে তারই তালিকা দিলাম আমরা।

Royal Enfield Super Meteor 650

ইতিমধ্যেই ভারতবর্ষ সহ বিশ্বের দরবারে এই বাইকের উপর থেকে পর্দা সরলেও আনুষ্ঠানিকভাবে সুপার মিটিয়র ৬৫০(Super Meteor) এর ভারতের মাটিতে লঞ্চ করা হবে আগামী জানুয়ারিতেই। এর দাম মোটামুটি ভাবে ৩ লাখ টাকা থেকে ৩.৫ লাখ টাকার মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে। উপরন্তু ২০২৩-র জুন মাস নাগাদ রয়্যাল এনফিল্ড তার আরো একটি মডেল Shotgun 650 লঞ্চ করার পরিকল্পনাও ছকে ফেলেছে।

KTM 890 Duke

আন্তর্জাতিক বাজার এর মধ্যেই KTM 890 Duke-র দর্শন পেয়েছে। বিশ্বের দরবারে এর বিক্রি চালু হয়ে গেলেও এদেশের মাটিতে আগামী ফেব্রুয়ারিতে দেখতে পাওয়া যাবে কেটিএম এর এই নতুন বাইককে। দাম হতে পারে আনুমানিক ৯ লাখ টাকার আশেপাশে।

Bajaj Avenger 400

ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় ক্রুজার বাইক হিসাবে সুনাম অর্জন করেছে বাজাজ অ্যাভেঞ্জার। নতুন বছরে এর ৪০০সিসির ইঞ্জিন যুক্ত বৃহৎ সংস্করণ আসবে বলে মনে করা হচ্ছে। ১.৮২ লাখ-২ লাখ টাকা মধ্যেই আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে ভেঞ্জারের এই নতুন বাইক। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এবং মিটিয়র ৩৫০ এর সঙ্গে জমিয়ে টক্কর নেবে এটি তা নিঃসন্দেহে বলা যায়।

Kawasaki Ninja H2 SX SE

২০২৩-র শুরুতেই মানে জানুয়ারি মাসেই আমরা দেখা পেতে পারি Kawasaki Ninja H2 SX SE-র। ভারতের বুকে এই সুপারবাইকের দামে হতে পারে ২৮.৫০ লাখ - ২৯.৫০ লাখ টাকা। ৯৯৮ সিসির ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকটি একটি মাত্র ভ্যারিয়েন্টেই মিলবে।

Honda CB350 Brigade

হোন্ডা তার জনপ্রিয় CB350 Brigade বাইকটি এবার ভারতের লঞ্চ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ২ লাখ - ২.১০ লাখ টাকা দামের মধ্যে ২০২৩-র ফেব্রুয়ারিতেই সম্ভবত দেখা মিলবে এর। নতুন ডিজাইন ও ফিচারে ভর করে ভারতে পা রাখা CB350 Brigade বাইকটিকে চালিকা শক্তি যোগাবে ৩৪৮ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন।

Royal Enfield Himalayan 450

৪৫০ সিসি এই নতুন সেগমেন্টে আগামী বছরের মার্চ মাসেই হাজির হবে অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ান। এতে ৪৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন চলার শক্তি যোগাবে। থাকবে একটি মাত্র ভ্যারিয়েন্ট। হিমালয়ান ৪৫০ এর দাম মোটামুটি ভাবে ২.৬ লাখ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকার মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।

Harley-Davidson Custom 1250

ক্রুজার বাইকের অন্তর্গত Harley-Davidson Custom 1250 মডেলটি আগামী বছরের মার্চ মাসে এদেশে লঞ্চ হতে পারে। বাইকটির দাম হবে মোটামুটি ভাবে 16 থেকে ১৭ লাখ টাকা।

Royal Enfield Bullet 350

রয়্যাল এনফিল্ড এর অন্যতম জনপ্রিয় বুলেটের নতুন প্রজন্মের সংস্করণ ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাস্তায় টেস্টিং করতে দেখা গিয়েছে। সামনের মে মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এর। বুলেট ৩৫০-র ডিজাইনে সেরকম কোনো পরিবর্তন না হলেও আসল আপডেট হবে এর ইঞ্জিনে। বর্তমানের অতি জনপ্রিয় J সিরিজের ইঞ্জিনের উপরেই নির্মিত এটি। দাম হবে ১.৫ লাখ- ১.৮ লাখ টাকা।

Ducati Panigale V4 R

একটি আইনসম্মত রোড রেসার বাইক হিসেবে পরিচিত Ducati Panigale V4 R। ২০২৩ সালের জুন মাসে সম্ভবত এটি ভারতবর্ষের মাটি ছুঁতে চলেছে। ২২১ বিএইচপি শক্তি উৎপাদনকারী ৯৯৮ সিসির পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে ডুকাটির এই বাইকে। প্রিমিয়াম বাইক হিসেবে তাই এর দামও হবে অনেকটাই বেশি, ৫২ লাখ - ৫৩ লাখ টাকা।

Honda CB300R

৩০০ থেকে ৩৫০ সিসির সেগমেন্টের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে একাধিক নতুন মোটরসাইকেল লাঞ্চ করেছে হোন্ডা। সেই তালিকায় নতুন সংযোজন CB300R। আগামী জুন মাস নাগাদই এদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এর। বাইকটির প্রাণ ভোমরা হিসাবে রয়েছে ৩০ বিএইচপি শক্তির উৎপাদনকারী ২৮৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। CB300R-র আনুমানিক দাম হতে পারে ২ লাখ থেকে ২.২৯ লাখ টাকার মধ্যে।

Tags:    

Similar News