Top 5 Cars Sold in April: এপ্রিলে কোন পাঁচটি গাড়ি ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জানেন?
নতুন মাস শুরু হতেই প্রকাশ পেল এপ্রিলে ভারতে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির তালিকা। প্রতিবারের ন্যায় এবারও তালিকার শীর্ষস্থান ধরে রাখলো মারুতি সুজুকি (Maruti Suzuki)। সর্বোচ্চ বিক্রিত গাড়ির প্রথম পাঁচটির মধ্যে একটি টাটা মোটরস (Tata Motors) এবং অপরটি হুন্ডাই (Hyundai)-এর। শীর্ষস্থান ছাড়াও দেশের সবচেয়ে বেশি গাড়ি বিক্রির সংস্থা হিসেবে বরাবরের মতো পয়লা নম্বরে মারুতি সুজুকি। চলুন এপ্রিলে ভারতের বাজারে বেস্ট সেলিং পাঁচটি গাড়ির সম্পর্কে জেনে নেওয়া যাক।
মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR)
বিগত ক’মাস ধরে দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ Maruti WagonR কিনছেন। গত মাসে গাড়িটি ১৭,৭৬৬ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। তবে গত বছর এপ্রিলের (১৮,৬৫৬টি) নিরিখে গত মাসে বিক্রিতে ৫ শতাংশ পতন ঘটতে দেখা গিয়েছে। আবার এ বছর মার্চের তুলনায় বিক্রিতে ঘাটতির পরিমাণ সংস্থার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
মারুতি সুজুকি আর্টিগা (Maruti Suzuki Ertiga)
মারুতির জন্য সবচেয়ে বড় সুখবর আর্টিগার বিক্রির উত্থান। ১৫ এপ্রিল লঞ্চ হয়েছে তিন সারি বিশিষ্ট এন্ট্রি-লেভেল মাল্টিপারপাস ভেহিকেল বা MPV। এরই মধ্যে ২০২১-এর এপ্রিলের তুলনায় ৭০% বেড়ে এপ্রিলে ১৪,৮৮৯টি আর্টিগা বিক্রির খবর সামনে এসেছে। যার ফলে গাড়িটি তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। উল্লেখ্য, গত মার্চে আর্টিগার বিক্রি ৮,০০০ স্পর্শ করতে পারেনি।
টাটা নেক্সন (Tata Nexon)
ভারতের সবচেয়ে জনপ্রিয় সাব-কম্প্যাক্ট এসইউভি গাড়ি টাটা নেক্সন নিজের বিক্রি বাড়িয়ে প্রথমবারের জন্য তালিকার তিন নম্বর স্থানে উঠে এসেছে। এপ্রিলে ১৩,৪৭১ ইউনিট বিক্রির মাধ্যমে বেস্ট-সেলিং এসইউভি’র তকমা ধরে রেখেছে গাড়িটি। গত বছর এপ্রিলের (৬,৯৩৮টি) তুলনায় গত মাসের বিক্রিতে ৯৪% অগ্রগতি ঘটেছে। তবে চলতি বছরের মার্চে ১৪,৩১৫টি নেক্সন বেচেছিল টাটা।
হুন্ডাই ক্রেটা (Hyundai Creta)
সেমিকন্ডাক্টর চিপের আকাল সত্ত্বেও হুন্ডাইয়ের ফ্ল্যাগশিপ এসইউভি ক্রেটা এপ্রিল নিজের বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে। গত মাসে মোট ১২,৬৫১ ইউনিট বিক্রি হয়েছে পাঁচ আসন বিশিষ্ট গাড়িটি, যা গত বছর এপ্রিলের তুলনায় দুই শতাংশ বেশি। মার্চে ক্রেটার বিক্রির সংখ্যা ছিল ১০,৫৩২। এতে মার্চের তুলনায় এপ্রিলে ১৫% বিক্রি বেড়েছে।
মারুতি সুজুকি ভিতারা ব্রেজ্জা (Maruti Suzuki Vitara Brezza)
পুরনো মডেল হলেও ফের তালিকার পঞ্চম স্থানে দেখা মারুতির এই সাব-কম্প্যাক্ট এসইউভি। গত মাসে জাড়িটির ১১,৭৬৪ ইউনিট বিক্রি হয়েছে। খুব শীঘ্রই এর ফেসলিফ্ট ভার্সন নিয়ে আসতে চলেছে সংস্থাটি। ২০২১-এর একই সময়ের তুলনায় বিক্রি ৫% বেড়েছে। তবে এ বছরের মার্চে ১২,৪৩৯টি ব্রেজ্জা বিক্রি করেছিল মারুতি।