Smartphone: দাম শুরু মাত্র ৬৮০০ টাকা থেকে, বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারির সেরা ফোন দেখে নিন
একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার পছন্দ যদি Tecno ব্র্যান্ড হয়, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, আজ আমরা ই-কমার্স সাইট Amazon -এ ২৬% পর্যন্ত 'ডিসকাউন্টেড প্রাইজ' এর সাথে উপলব্ধ সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের Tecno স্মার্টফোনের খোঁজ দেব। এক্ষেত্রে, উল্লেখিত মডেলগুলির দাম শুরু হচ্ছে প্রায় ৬,৮০০ টাকা থেকে। আর ফিচার হিসাবে এগুলিতে, উন্নত ক্যামেরা সেটআপ, বড় ডিসপ্লে প্যানেল, ৪ জিবি পর্যন্ত র্যাম, ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৭,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি পাওয়া যাবে। এমনকি কিছু হ্যান্ডসেট আবার ভার্চুয়াল র্যাম সাপোর্ট ও জলরোধী রেটিং সহও এসেছে। তাহলে চলুন এবার বাজেট-সেগমেন্টের ৫টি সেরা Tecno স্মার্টফোনের দাম ও ফিচার প্রসঙ্গে জেনে নেওয়া যাক এবার।
বাজেট সেগমেন্ট অধীনস্ত ৫টি সেরা Tecno স্মার্টফোনের তালিকা
Tecno Spark Go 2021 (2GB+32GB) : ৭,৪৯৯ টাকা (১৭% ডিসকাউন্ট)
টেকনো স্পার্ক গো ২০২১ স্মার্টফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে আছে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, উক্ত ফোনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি এআই সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি তোলার জন্য, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৬ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করে।
Tecno Pop 5 LTE (2G+32GB) : ৬,৭৯৯ টাকা (৯% ডিসকাউন্ট)
টেকনোর এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে, যা ৪৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৯০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এতে, ৮ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৮ ঘন্টার ভিডিও প্লেব্যাক অফার করবে। এছাড়া এতে আল্ট্রা পাওয়ার সেভিং মোডও উপলব্ধ থাকছে। ডিভাইসটি IPX2 স্প্ল্যাশ রেজিস্ট্যখন্ট সার্টিফাইড।
Tecno POVA 2 (4GB+64GB) : ১১,৯৯৯ টাকা (১১% ডিসকাউন্ট)
টেকনো পোভা ২ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৯৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট-ইন ডিসপ্লে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এটি অক্টা কোর হেলিও জি৮৫ গেমিং প্রসেসর সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, উক্ত ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ২ মেগাপিক্সেল তৃতীয় সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। রিয়ার ক্যামেরাগুলি সুপার নাইট ভিউ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সেড মাউন্টেডট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকছে ১৮ওয়াট চার্জিং সাপোর্ট সহ একটি ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৪৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে।
Tecno Spark 7 (2GB+32 GB) : ৭,৬৯৯ টাকা (১৪% ডিসকাউন্ট)
টেকনোর এই ফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০:৯ ওয়াইড এসপেক্ট রে এসইও সাপোর্ট করে। এই ডিভাইসে ৩২ জিবি স্টোরেজ বর্তমান থাকলেও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। তদুপরি, ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনে কোয়াড ফ্ল্যাশ লাইট সহ ১৬ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ডুয়েল ফ্রন্ট ফেসিং সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া, সিকিউরিটি ফিচার হিসাবে ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক বিদ্যমান। এতে, ৬,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাইট টাইম অফার করবে।
Tecno Spark 8C Magnet Black (3GB+64GB): ৮,০৯৯ টাকা (২৬% ডিসকাউন্ট)
টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট-নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এটি, ৩ জিবি র্যাম সহ এলেও, অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র্যামও সাপোর্ট করবে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য এতে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর, সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য জন্য ডিভাইসে ৫,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম, ২৩ ঘন্টার ভিডিও প্লেব্যাক বা ৫৩ ঘন্টার ভয়েস কলিং বা ১৩৭ ঘন্টার মিউজিক প্লেব্যাক অফার করবে। পরিশেষে, এটি IPX2 স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট সার্টিফাইড।