Toyota: দুরন্ত ছন্দে নতুন অর্থবর্ষ শুরু টয়োটার, 2021-এর এপ্রিলের তুলনায় 57% বিক্রি বাড়ল
ভারতে নতুন অর্থবর্ষের প্রারম্ভ দুরন্ত ছন্দে শুরু করল টয়োটা (Toyota)। এপ্রিলে এ দেশে ১৫,০৮৫টি বিক্রি করেছে তারা। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ। ২০২১-এর এপ্রিলে ৯,৬৬২টি গাড়ি বেচেছিল জাপানের সংস্থাটি। উল্লেখ্য, করোনার ধাক্কা কাটিয়ে ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে টয়োটার গাড়ি বিক্রিতে ৫৮ শতাংশ উত্থান লক্ষ্য করা গিয়েছে।
তবে গত মাসের তুলনায় বিক্রিতে পতন ঘটেছে। মার্চে ১৭,১৩১ ইউনিট গাড়ি বিক্রি করেছিল টয়োটা। অর্থাৎ বিক্রিবাটা ৫৮ শতাংশ কমেছে। এপ্রিলের সেলস সম্পর্কে টয়োটা কির্লোস্কার মোটরের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অতুল সুদ বলেন, "প্যাসেঞ্জার গাড়ির চাহিদা নতুন অর্থবর্ষ থেকেই বাড়তে শুরু করেছে।"
তিনি যোগ করেন, Crysta, Fortuner, এবং Camry হাইব্রিডের বুকিং যে হারে আসছে, তাতে আমরা খুশি। তাঁর দাবি, Toyota Glanza নিয়ে গ্রাহকদের থেকে ভাল সাড়া পাওয়া যাবে। এই প্রিমিয়াম হ্যাচব্যাক আদতে Maruti Suzuki Baleno-র প্রিমিয়াম ভার্সন। যার নতুন সংস্করণ গত মার্চে ভারতে লঞ্চ হয়েছে। অতুল জানান, টিয়ার ১ শহরের পাশাপাশি গ্রাম থেকেও গাড়িটি কিনতে আসছেন গ্রাহকেরা।
উল্লেখ্য, গত মাসে ভারতে ২০ লক্ষ গাড়ি বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে টয়োটা। ১৯৯৭ সালে কির্লোস্কার মোটর (Kirloskar)-এর সাথে হাত মিলিয়ে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থার মাধ্যমে ভারতে যাত্রা শুরু করেছিল টয়োটা। আত্মপ্রকাশের ২৫ বছর পর বিক্রির নতুন মাইলফলক ছুঁল তারা। কুড়ি লক্ষতম গাড়িটি ছিল Toyota Glanza মডেলের। যা কেরলের ত্রিচির এক ক্রেতাকে ডেলিভারি দেওয়া হয়েছিল।