TVS Apache RTR 310: প্রেমের মাসে TVS এর চমক! নতুন 313cc Apache বাইকের লঞ্চ আর ক'দিনের মধ্যে

By :  SUMAN
Update: 2023-02-07 08:39 GMT

টিভিএস (TVS)-এর জনপ্রিয় ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক Apache RR 310 এবারে নেকেড স্টাইল অবতারে হাজির হতে চলেছে। যার নাম হবে RTR 310। দাবি করা হয়েছে, RR 310 এর নেকেড ভার্সন একটি ৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সমেত আসবে। স্লিপার ক্লাচ যুক্ত ইঞ্জিনে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স। বাইকটির মিড রেঞ্জ টর্ক উন্নত করার জন্য টিভিএস এটি নতুনভাবে টিউন করতে পারে। যেহেতু টিভিএস ও বিএমডব্লিউ এর মধ্যে গাঁটছড়া আছে, তাই অনুমান TVS Apache RTR 310 বাজারে আসবে BMW G 310 R-এর রিব্যাজ ভার্সন হিসাবে।

সূত্রের খবর, TVS Apache RTR 310 ফেব্রুয়ারি মাসেই ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। যদিও এই প্রসঙ্গে সংস্থার তরফে এখনও কোনো বার্তা এসে পৌঁছায়নি। ইতিমধ্যেই “মাদ্রাজ ইন্টারন্যাশনাল রেস ট্র্যাক”-এ টিভিএস-এর একটি শ্যুটিংয়ে বাইকটিকে স্পট করা হয়েছে। এর সমগ্র বডি প্যানেল BMW G 310 R-এর থেকে নেওয়া হবে। ঠিক যেমন টিভিএসের RR 310 এর উপর ভিত্তি করে গত বছর বিএমডব্লিউ তাদের সবচেয়ে সস্তা বাইক G310 RR লঞ্চ করেছিল।

অ্যাপাচি আরটিআর ৩১০-এর ফিচারে লিস্টে ফুল এলইডি হেডল্যাম্প, ইন্ডিকেটর এবং টেলল্যাম্প দেওয়া হবে বলে অনুমান। তবে বিএমডব্লিউ-এর মডেলটির সাথে পার্থক্য রাখতে এর ডিজাইনে সামান্য পরিবর্তন ঘটানো হতে পারে। তবে সাসপেনশন এবং ব্রেকিং হার্ডওয়্যার সমান থাকবে। শহুরে রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা হতে পারে এটি।

Apache RR 310 মোটরসাইকেলটিতেও রয়েছে ৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত স্লিপার ক্লাচ সহ ৬-স্পিড ট্রান্সমিশন। এর নেকেড ভার্সন ঘন্টায় যাতে সর্বোচ্চ ১৫৮ কিলোমিটার গতিবেগ তুলতে পারে সেজন্য ইঞ্জিনটি রিটিউন করা হতে পারে। দাম আড়াই লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনা।

Tags:    

Similar News