Apache বাইকের জনপ্রিয়তাকে ঢাল করে প্রতিপক্ষদের মাত দিতে মরিয়া TVS

By :  SUMAN
Update: 2022-11-28 06:55 GMT

রয়্যাল এনফিল্ড (Royal Enfield), কেটিএম (KTM)-এর মতো উৎসবমুখর অক্টোবরে বিক্রিতে জোয়ার দেখেছিল বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থার মুকুটধারী টিভিএস (TVS)। তারা তাদের সর্বাধিক জনপ্রিয় রেসিং বাইক Apache-র বিক্রি দিয়ে মাত দেয় প্রতিপক্ষদের। গত মাসেও যার ধারা অব্যাহত দেখা গিয়েছে।

অক্টোবরে Apache RTR 160/RTR 160 6V, Apache RTR 180 এবং Apache RTR 200 4V সম্মিলিতভাবে মোট ৪০,৯৮৮ ইউনিট বিক্রি হয়েছে। যা আগের বছর ওই মাসের বেচাকেনার চাইতে সামান্য বেশি। যদিও অ্যাপাচি রেঞ্জের RR 310 মডেলটি মাত্র ৩৬৬ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর ওইসময়েও যার বিক্রির পরিমাণ ছিল ৪৯৭ ইউনিট।

এদিকে টিভিএস সিঙ্গাপুরের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Apache RR 310 লঞ্চ করেছে। একইসাথে তারা সেদেশে মোটরস্পোর্ট প্রাইভেট লিমিটেডের সাথে হাত মিলিয়ে শোরুম খুলে অ্যাপাচি রেঞ্জের অন্যান্য মডেলগুলিও বিক্রি করবে সেখানে। উল্লেখ্য, ভারতে সম্প্রতি SmartXonnect ফিচার-সহ লঞ্চ হয়েছে TVS Raider এর নতুন ভ্যারিয়েন্ট। এর দাম ৯৯,৯৯০ টাকা (এক্স-শোরুম)।

প্রসঙ্গত, বিগত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে টিভিএস-এর বিক্রি কিছুটা বেড়েছে। ২০২১ সালের ওইমাসে যেখানে ৩,৫৫,০৩৩ ইউনিট টু-হুইলার বিক্রি হয়েছিল, সেখানে এবছর বেচাকেনার পরিমাণ বেড়ে হয়েছে ৩,৬০,২৮৮ ইউনিট। আবার গত বছরের অক্টোবরে টিভিএস-এর মোট ৯৫,১৯১ ইউনিট দু’চাকার গাড়ি বিদেশের বাজারে পাড়ি দিলেও চলতি বছরের ওই মাসে সংখ্যাটি কমে হয়েছে ৮২,৮১৬ ইউনিট।

Tags:    

Similar News