দেখলে চোখ ফেরানো যাবে না, TVS Ntorq সমুদ্রের জলের মতো রঙের সাথে নতুন লুক নিয়ে হাজির
ভারতে আজ নজরকাড়া রঙের বিকল্পে লঞ্চ হল TVS Ntorq 125 Race Edition। লঞ্চের বার্তা যদিও আগেভাগেই দেওয়া হয়েছিল। তবে সেটি যে রেস এডিশনের আপডেট হবে, তা জানানো হয়নি। আসলে পুজোর আগে উড়তি প্রজন্মকে নয়া উদ্দীপনায় ভরিয়া তুলতেই এই পদক্ষেপ টিভিএস মোটর (TVS Motor)-এর। নতুন মেরিন ব্লু কালারে হাজির হয়েছে Ntorq 125 Race Edition। রেসিং পতাকার ন্যায় নতুন মডেলে গ্রাফিক্স রয়েছে। আগের লাল ও হলুদ রঙ বেশ জনপ্রিয় হয়েছিল, তাই এবার এনটর্ক রেস এডিশনের নতুন ব্লু পেইন্ট স্কিম লঞ্চের মাধ্যমে আবেদন অধিক বৃদ্ধি করা যাবে বলে আশাবাদী টিভিএস।
TVS Ntorq 125 Race Edition-এর নতুন রঙে তিনটি কালার কম্বিনেশন রয়েছে – ব্ল্যাক, মেটালিক ব্ল্যাক এবং মেটালিক ব্লু। টিভিএসের দাবি, স্টিল্থ এয়ারক্রাফট থেকে অনুপ্রাণিত হয়ে নতুন ডিজাইনটি করা হয়েছে। এতে রয়েছে এলইডি হেড এবং টেল ল্যাম্প। সামনে রেস এডিশনের প্রতীক দৃশ্যমান। এছাড়া স্টাফ মাফলার, টেক্সচার ফ্লোরবোর্ড এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল সহ এসেছে স্কুটারটি। নতুন Ntorq 125 Race Edition-এর দাম ৮৭,০১১ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলটির বুকিং টিভিএস-এর সমস্ত ডিলারশিপ থেকে করা যাচ্ছে।
TVS Ntorq 125 Race Edition ফিচার্স
স্কুটারটি TVS SmartXonnecTM সহ এসেছে। এর মাধ্যমে রাইডার নিজের স্মার্টফোনের সাথে স্কুটারটি কানেক্ট করতে পারবেন। এছাড়া এতে উপস্থিত ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মাধ্যমিক ৬০-এর অধিক ফিচারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া রয়েছে পাস-বাই-সুইচ, ডুয়েল সাইড স্টিয়ারিং লক, পার্কিং ব্রেক এবং ইঞ্জিন কিল সুইচ। উপরন্তু TVS Ntorq 125 Race Edition-এ দেওয়া হয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, ইউএসবি চার্জার, একটি ২০ লিটার বুটস্পেস।
TVS Ntorq 125 Race Edition ইঞ্জিন
স্কুটারটির নতুন কালার অপশন ছাড়া কারিগরি ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই TVS Ntorq 125 Race Edition-কে চালিকাশক্তি জোগাবে ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, ৩-ভাল্ভ, এয়ার কুল্ড, SOHC, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। যা থেকে ৭,০০০ আরপিএম গতিতে ৬.৯ কিলোওয়াট শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ঘন্টার ৯৫ কিমি সর্বোচ্চ গতিবেগ উঠবে। স্কুটারটি ০ থেকে ৬০ কিমি/ ঘন্টা গতিবেগ ৯ সেকেন্ডে তুলতে সক্ষম।