বাড়ি বসেই আয়ের সুযোগ দেবে Twitter, বড় ঘোষণা ইলন মাস্কের
বেশ কয়েক মাসের জল্পনা কল্পনা চলার পর অতিসম্প্রতি জনপ্রিয় মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম Twitter (টুইটার) নিজের হাতের মুঠোয় এনেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। মালিকানা হস্তান্তরের পর ইতিমধ্যেই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে বেশ কিছু পরিবর্তনও এসেছে। তবে আগামী দিনে যে মাস্ক Twitter-এর চেনা ছবি আরোই বদলে দিতে চলেছেন, সেই বিষয়টি ক্রমশ জোরালো হচ্ছে। আসলে প্ল্যাটফর্মটি অধিগ্রহণের পরপরই ধনকুবের ঘোষণা করেছিলেন যে, এবার থেকে ভেরিফায়েড অর্থাৎ ব্লু টিকযুক্ত প্রোফাইল ব্যবহার করতে ইউজারদের নির্দিষ্ট চার্জ দিতে হবে। আবার এখন মনে হচ্ছে, শুধুই ব্যয় নয় বরঞ্চ ইউজারদের আয়ের সুযোগও দিতে চলেছে নতুন রূপে আবির্ভূত 'নীলপাখি' (Twitter)! কেননা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, তারা শীঘ্রই কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ উপার্জনের সুযোগ দিতে চলেছে।
এবার Twitter থেকেই করা যাবে আয়
হালফিলে ইলন মাস্ক স্পষ্ট জানিয়েছেন যে, আগামী সময়ে টুইটার ইউজাররা এই প্ল্যাটফর্মে দীর্ঘ আকারের ভিডিও পোস্ট করতে সক্ষম হবেন। আর এরই সাথে এই প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েটররাও (ভিডিও ছাড়াও অন্যান্য সব ধরনের কন্টেন্ট থেকে) নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করতে পারবেন। সেক্ষেত্রে টুইটারের এই নতুন পরিকল্পনা অনলাইন স্ট্রিমিং জায়ান্ট ইউটিউব (YouTube)-এর জন্য বেশ প্রতিযোগীতা সৃষ্টি করতে পারে বলে মনে হচ্ছে।
YouTube-কে পেছনে ফেলবে Twitter
সম্প্রতি ইউটিউব, ক্রিয়েটরদের বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের ৫৫% দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে। কিন্তু টুইটারের এই নতুন ঘোষণা সামনে আসার পর অনেকেই মনে করছেন যে আয়ের সুযোগ প্রদানের ক্ষেত্রে এবার মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি ইউটিউবকে ধাক্কা দেবে। শুধু তাই নয় অনুমান করা হচ্ছে, টুইটারের মনিটাইজেশন সিস্টেম ইউটিউবের চেয়েও ভালো হবে।
আসলে 'Erdayastronaut' নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয় যেখানে বলা হয় যে, ইউজাররা যদি ইউটিউবের মত মনিটাইজেশন সিস্টেম পায়, তাহলে তারা এখানে সম্পূর্ণ দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবে। আর এর উত্তরে মাস্ক জানান যে, বর্তমানে সংস্থাটি ব্লু সাবস্ক্রিপশনে ১০৮০ রেজোলিউশন কোয়ালিটি সম্পন্ন ৪২ মিনিটের চাঙ্ক্ (অংশ) ফিচার যুক্ত করতে কাজ করছে; এর সাহায্যে লম্বা ভিডিওগুলি পার্ট হিসেবে ইনসার্ট করতে পারবেন ইউজাররা। আগামীদিনগুলিতে মাস্ক এই মনিটাইজেশনের বিষয়ে আরো তথ্য দিতে পারেন।