CMOfficeUP Hack: যোগী আদিত্যনাথের দপ্তরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েনের প্রচার

By :  SUPARNAMAN
Update: 2022-04-09 08:50 GMT

এবার হ্যাকিংয়ের কবলে পড়লো ইউপি'র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজস্ব দপ্তর থেকে নিয়ন্ত্রিত (@CMOfficeUP) টুইটার (Twitter) হ্যান্ডল। শুক্রবার রাতে ঘটা এই ঘটনা সামনে আসতেই আলোচ্য দপ্তরের অধীনে কার্যরত উচ্চপদস্থ কর্তাদের মধ্যে শোরগোল তৈরী হয়। সাইবার অভিজ্ঞদের পক্ষ থেকে প্রায় সাথে সাথেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা শুরু হলেও, ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। দপ্তর-নিয়ন্ত্রিত স্বীকৃতিপ্রাপ্ত টুইটার হ্যান্ডল থেকে ততক্ষণে হ্যাকারদের প্রায় ৪০০-৫০০ টুইট পোস্ট করা সারা! উল্লেখ্য, টুইটারে ৪০ লক্ষেরও বেশি অনুসরণকারী আদিত্যনাথের দপ্তর থেকে নিয়ন্ত্রিত অ্যাকাউন্টটিকে অনুসরণ করেন।

ঘটনার পর উত্তর প্রদেশ সরকারের এক উচ্চ-পদাধিকারী সংবাদ মাধ্যমে জানান, "রাতে প্রায় ২৯ মিনিট পর্যন্ত অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকে। হ্যাকারেরা সেখান থেকে ৪০০-৫০০ টুইট পোস্ট করে এবং (তখন) অসঙ্গতিপূর্ণ আচরণের জন্য সেটিকে নিষ্ক্রিয় করা হয়। বর্তমানে তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।"

এরপরেই হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকা সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট একাধিক সংবাদ সংস্থার ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। দেখা যায় অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদলে সেখানে একটি জনপ্রিয় কার্টুনের ছবি আপলোড করা হয়েছে যা বিভিন্ন সামাজিক মাধ্যমে উপস্থিত নেটিজেনদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরী করে।

সামনে আসা স্ক্রিনশট অনুযায়ী, হ্যাকারেরা মন্ত্রীর দপ্তর-নিয়ন্ত্রিত টুইটার হ্যান্ডলের প্রোফাইল পিকচার পরিবর্তন করে সেখানে যে কার্টুনের ছবি আপলোড করেছে সেটি এনএফটি'র (NFT অর্থাৎ Non Fungible Token) জনপ্রিয় বোরড এপ ইয়ট ক্লাব কালেকশন (Bored Ape Yacht Club) থেকে গৃহীত হয়েছে।

Tags:    

Similar News