কোম্পানির রিপেয়ারিং সেন্টার থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সারানো আর বাধ্যতামূলক নয়, বিল পাস হল এই দেশে
বিশ্বে প্রথমবার আমেরিকার নিউইয়র্ক প্রদেশের আইনসভায় পাস হল 'ডিজিটাল ফেয়ার রিপেয়ার অ্যাক্ট' বা বহু-প্রতীক্ষিত 'রাইট টু রিপেয়ার' বিল। মার্কিন মুলুকে এই বিল পাসের ঘটনাকে অনেকেই যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়েছেন। এর ফলে বিভিন্ন বৈদ্যুতিন পণ্য প্রস্তুতকারীরা, ক্রেতা এবং স্বাধীন রিপেয়ার কেন্দ্র বা সারাইকারিদের জন্য খোলা বাজারে পণ্যের গুরুত্বপূর্ণ পার্ট, টুল, সফটওয়্যার ও তথ্য উপলব্ধ রাখতে বাধ্য হবে। এতে সেইসব পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলির একচেটিয়া ব্যবসা রীতিমতো ধাক্কা খাবে এবং তুলনায় ক্ষুদ্র সারাইকারি দোকানের পসার যে কিছুটা হলেও বাড়বে তা বলা বাহুল্য।
নতুন Digital Fair Repair Act -এর দ্বারা উপকৃত হবেন স্বাধীন রিপেয়ারকারীরা
ফেয়ার রিপেয়ার অ্যাক্ট পাস হওয়ার ফলে ক্রেতারা প্রস্তুতকারী বা উৎপাদক সংস্থার অনুমোদিত রিপেয়ার কেন্দ্র এড়িয়ে নিজের ইচ্ছানুযায়ী স্থানীয় সারাইকারিদের মাধ্যমে প্রোডাক্ট রিপেয়ার করতে পারবেন। এতে বাজারে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে, যার ফলে উপকৃত হবেন স্বাধীন সারাইকারীরা।
রাইট টু রিপেয়ার অ্যাক্ট পাস হওয়ার পর, বর্তমানে স্বাধীন রিপেয়ার কেন্দ্রগুলির দাবি - এই আইন পাস না হলে আর কিছুদিনের মধ্যেই তাদের ব্যবসা লাটে উঠতো। সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যও বলছে, আলোচ্য আইন প্রণয়নের কারণে আগামীদিনে স্থানীয় প্রায় ৫৯ শতাংশ রিপেয়ার কেন্দ্র ঝাঁপ বন্ধের দুর্গতি থেকে রক্ষা পাবে। কিন্তু আইন পাস না হলে তারা উৎপাদক সংস্থাগুলির বিপুল পুঁজির সাথে পাল্লা দিতে অসফল হতো।
Right to Repair Act -কে স্বাগত জানাচ্ছে স্বাধীন রিপেয়ার কেন্দ্রগুলি
উল্লেখ্য, সেল্ফ-রিপেয়ার গ্রুপ আইফিক্সিট (iFixit) প্রণীত নতুন আইনকে রিপেয়ারিং ব্যবসার পক্ষে ইতিবাচক বলে মনে করছে। এর ফলে ক্রেতাদের রিপেয়ারিং অভিজ্ঞতা উন্নত হবে বলে সংস্থার অভিমত। সেজন্যই নিজেদের ব্লগ পোস্টে আইফিক্সিট নতুন আইনকে স্বাগত জানিয়েছে।
আসলে এর আগে বিভিন্ন বৈদ্যুতিন পণ্যের প্রস্তুতকারকেরা ক্রেতাদের আপন আপন অনুমোদিত রিপেয়ার কেন্দ্র থেকে প্রোডাক্ট সারাতে বাধ্য করতেন। এর ফলে প্রিয় পণ্য সারানোর সময় ক্রেতারা অন্য কোনো বিকল্প রিপেয়ার কেন্দ্রে খোঁজ নিতে পারতেন না। কিন্তু নয়া আইন পাসের ফলে এবার থেকে তারা পছন্দমতো রিপেয়ার কেন্দ্রে প্রোডাক্ট সারাতে পারবেন।
তবে পরিশেষে জানিয়ে রাখি, মোটরচালিত যানবাহন, হোম অ্যাপ্লায়েন্স, নানা ধরনের মেডিকেল ডিভাইস এবং পাবলিক সেফটি কমিউনিকেশন ইক্যুইপমেন্ট (যথা - পুলিশ রেডিও, অফ-রোড ইক্যুইপমেন্ট ও নানান রকম অফ- রোড ইক্যুয়িপমেন্ট) প্রভৃতি পণ্যের ক্ষেত্রে নতুন আইন কার্যকর হবে না।