Vi 137 141: ভোডাফোন আইডিয়া আনল ৩১ দিনের নয়া প্ল্যান, খরচ মাত্র ১৪১ টাকা
নতুন নতুন প্ল্যানের দ্বারা গ্রাহক আকর্ষণে চেষ্টার কোনো কসুর করছেনা দেশের ৩য় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া বা Vi গোষ্ঠী। Jio এবং Bharati Airtel -এর পর নিয়ামক সংস্থা TRAI -এর নির্দেশ মেনে উক্ত সংস্থার তরফ থেকেও সম্প্রতি গ্রাহকদের জন্য যথাক্রমে ৩০ ও ৩১ দিনের নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে প্রকাশ্যে আসা এহেন Vi প্ল্যানের সংখ্যা চার। এদের মূল্য যথাক্রমে ১০৭, ১১১, ৩২৭ ও ৩২৯ টাকা। TRAI -এর বিধি মেনে এরা গ্রাহকদের ক্রম অনুযায়ী মোট ৩০, ৩১, ৩০ ও ৩১ দিনের ভ্যালিডিটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবে।
তবে এখানেই শেষ নয়, সদ্য প্রায় নীরবেই Vi ৩০ ও ৩১ দিনের ভ্যালিডিটি প্রদানকারী প্ল্যানের তালিকায় আরো দুটি নতুন বিকল্প সংযোজন করেছে। উক্ত প্ল্যানদ্বয় যথাক্রমে ১৩৭ ও ১৪১ টাকা মূল্যের বিনিময়ে রিচার্জ করা যাবে। রিচার্জ বিকল্প হিসেবে এদের বেছে নিলে গ্রাহকেরা ঠিক কি কি সুবিধা পাবেন তা নিচে উল্লেখ করা হলো।
137 টাকার নতুন Vi ভাউচার রিচার্জের সুবিধা
পুরো ৩০ দিনের পরিষেবা মেয়াদে ১৩৭ টাকার ভোডাফোন আইডিয়া প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা রাত্রি ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোট ১০ মিনিট অন-নেট ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া এই প্ল্যানের অধীনে লোকাল এবং ন্যাশনাল কল করার জন্য অন্যান্য সময়ে তাদের প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা খরচ করতে হবে। সর্বোপরি উল্লেখ্য, লোকাল/এসটিডি/আইএসডি নেটওয়ার্কে প্রতিটি আউটগোয়িং এসএমএসের জন্য আলোচ্য প্ল্যানের আওতায় উপভোক্তাদের যথাক্রমে ১, ১.৫ এবং ৫ টাকা খরচ করতে হবে।
141 টাকার নতুন Vi ভাউচার রিচার্জের সুবিধা
১৪১ টাকার প্ল্যান মোট ৩১ দিনের ভ্যালিডিটি সহ আগত। এটি বেছে নিলেও Vi গ্রাহকেরা রাত্রি ১১টা থেকে সকাল ৬টার মধ্যে পুরো ১০ মিনিট ভয়েস কলিংয়ের মজা উপভোগ করতে পারবেন। এছাড়া আলোচ্য প্ল্যানের আওতায় Vi গ্রাহকেরা ১৩৭ টাকার রিচার্জ বিকল্পের অনুরূপ খরচে এসএমএস প্রেরণ করতে পারবেন। অর্থাৎ ১ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি ছাড়া শেষোক্ত বিকল্পের সাথে আলোচ্য প্ল্যানের কোনো পার্থক্য নেই।
সুতরাং দেখা যাচ্ছে তুলনামূলক কম খরচে সারা মাসের ভ্যালিডিটি যুক্ত নয়া প্রিপেইড প্ল্যান অফারের ব্যাপারে Vi, অপরাপর Airtel বা Jio'র তুলনায় কিছুটা অন্য পন্থা গ্রহণ করেছে। এক্ষেত্রে ১৫০ টাকারও কম মূল্যে চারটি নতুন বিকল্প লঞ্চের দ্বারা Vi মূলত কম খরচে অভ্যস্ত গ্রাহকদের নিশানা করতে চাইছে বলেই আমাদের ধারণা। তবে ভবিষ্যতে এবিষয়ে সংস্থা কতটা সফল হবে সেটা সময়ই বলবে।